T20বিশ্বকাপ থেকে কেন বাদ বাংলাদেশ, কীভাবে এন্ট্রি স্কটল্যান্ডের? ICC দিল জবাব

আইসিসি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা দলকে ভারতে পাঠাবে না। এর পর আইসিসি দীর্ঘ আলোচনা চালালেও সূচি বা ভেন্যু পরিবর্তনে রাজি হয়নি।

Advertisement
T20বিশ্বকাপ থেকে কেন বাদ বাংলাদেশ, কীভাবে এন্ট্রি স্কটল্যান্ডের? ICC দিল জবাব

ভারতে খেলতে যেতে রাজি না হওয়ায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। কিন্তু সেই দাবি মানতে রাজি হয়নি আইসিসি। শেষ পর্যন্ত নিয়ম মেনেই বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেল স্কটল্যান্ড।

আইসিসি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা দলকে ভারতে পাঠাবে না। এর পর আইসিসি দীর্ঘ আলোচনা চালালেও সূচি বা ভেন্যু পরিবর্তনে রাজি হয়নি। আইসিসির তরফে জানানো হয়েছে, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারত সফর নিয়ে কোনও বিশ্বাসযোগ্য হুমকির প্রমাণ মেলেনি। না খেলোয়াড়দের জন্য, না আধিকারিকদের, না সমর্থকদের জন্য।

গত তিন সপ্তাহ ধরে আইসিসি তাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা বিশেষজ্ঞদের দিয়ে একাধিক পর্যালোচনা চালায়। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয়, বাংলাদেশ দলের জন্য ভারতে কোনও যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটির কাছে তোলে, কিন্তু সেখানেও তাদের আবেদন খারিজ হয়ে যায়।

আইসিসি বিজনেস কর্পোরেশনের নির্ধারিত ২১ জানুয়ারির মধ্যে অংশগ্রহণের চূড়ান্ত সম্মতি জানাতে বলা হলেও বাংলাদেশ সেই সময়সীমা মেনে কোনও উত্তর দেয়নি। বুধবারের এক বৈঠকের পর আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি। ফলে টুর্নামেন্টের স্বচ্ছতা, ন্যায্যতা এবং সব দল ও সমর্থকদের স্বার্থে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।

বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বর্তমানে টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডই ছিল যোগ্যতা অর্জন না করা দলগুলোর মধ্যে সেরা। নামিবিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালিকে পিছনে ফেলে তারা বিশ্বকাপে জায়গা করে নেয়। গ্রুপ সি-তে স্কটল্যান্ড খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের সঙ্গে। এটি স্কটল্যান্ডের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।

Advertisement

 

POST A COMMENT
Advertisement