ICC-র T-20 ব়্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটারদের দাপট। সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়ার মতো সিনিয়র খেলোয়াড়। তাৎপর্যপূর্ণভাবে সেরার তালিকায় চলে এসেছেন উদীয়মাণ তারকা তিলক বর্মা।
সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, এখন T-20 ফরম্যাটে সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেখানে তিলক বর্মা ৬৯ জন খেলোয়াড়কে টপকে সেরা দশের তালিকায় চলে এসেছেন। সদ্য শেষ হওয়া T-20 সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ খেলেছেন হার্দিক। ব্যাটে-বলে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে সবার। সেজন্য ইংল্যান্ডের লিভিংস্টোন ও নেপালের দীপেন্দ্র সিংকে পিছনে ফেলে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন হার্দিক।
এই নিয়ে দ্বিতীয়বার T-20 ফরম্যাটে অলরাউন্ডারের তালিকায় সেরা হলেন হার্দিক। শুধু তাই নয়। এই বছর প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার ICC ব়্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার হলেন। এবছরই হার্দিককে রিটেইন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রসঙ্গত, ICC-র T-20 ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একাধিক খেলোয়াড় গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে চার ম্যাচের সিরিজে পান্ডিয়া দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন। তাঁর কারণেই সেদিন ভারত সম্মানজনক স্কোর করতে সক্ষম হয়। চতুর্থ নির্ণায়ক ম্যাচে ভালো বল করেন হার্দিক।
ICC-র T-20 ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিলক বর্মা। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। চার ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি করেন। তাঁর সংগ্রহ ছিল ২৮০ রান। ফলে ব্যাটিং চার্টে ৬৯ স্থান টপকে তৃতীয় স্থানে চলে আসেন। এই ফরম্যাটে ট্র্যাভিস হেড এক নম্বরে রয়েছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে এসেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের সল্ট।