ইডেন গার্ডেন্স -- ফাইল ছবিICC T20 বিশ্বকাপের সূচিতে এবারে বড় চমক। আবার বাঙালির কাছে হতাশাও। চমকটি হল, প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে খেলছে ইতালি। তাও আবার কলকাতায় ইডেনে। হতাশের বিষয়টি হল, গ্রুপ স্টেজে ইডেনে ভারতের একটিও ম্যাচ নেই।
T20 বিশ্বকাপ ২০২৬-এর সূচি প্রকাশ করেছে ICC। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপ। মোট ৫৫টি ম্যাচ হবে ভারত ও শ্রীলঙ্কায়। ৮টি স্টেডিয়ামের মধ্যে বেশ কয়েকটি ম্যাচ ইডেনেও হবে। ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। তারপর সুপার এইট ও নকআউট। গ্রুপ A-তে রয়েছে ভারত। ওই গ্রুপেই রয়েছে পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস, নামিবিয়া। পাকিস্তান ভারতে এসে ম্যাচ খেলবে না। তাই গ্রুপ স্টেজে ভারত ও কলম্বো মিলিয়ে ম্যাচগুলি রাখা হয়েছে। যাতে পাকিস্তানের ম্যাচ কোনও ভাবেই ভারতে না হয়। ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে প্রথম ম্যাচ খেলবে ভারত। আমেরিকার বিরুদ্ধে। তারপর দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় প্রেমদাস স্টেডিয়ামে।
ইডেনে T20 বিশ্বকাপের কোন দিন কোন ম্যাচ
কিন্তু এ সবের মধ্যে দেখা যাচ্ছে,ইডেনে গ্রুপ স্টেজে ভারতের ম্যাচ নেই। সুপার এইটের একটি ম্যাচ দেওয়া হয়েছে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজসুপার এইটে কোয়ালিফাই করলে সেই ম্যাচটা ইডেনে হবে ১ মার্চ। একনজরে দেখে নেওয়া যাক, ইডেনে T20 বিশ্বকাপের কোন দিন কোন ম্যাচ রয়েছে।
ইডেনে বিশ্বকাপের ম্যাচের সূচি-
৭ ফেব্রুয়ারি: দুপুর ৩টে, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ
৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, বাংলাদেশ বনাম ইতালি
১৪ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম বাংলাদেশ
১৬ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম ইতালি
১৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি
সুপার এইট: ১ মার্চ: সন্ধে ৭টা (X1 বনাম X3)
The schedule for ICC Men’s @T20WorldCup 2026 is here! 📅
— ICC (@ICC) November 25, 2025
The matches and groups were unveiled at a gala event in Mumbai led by ICC Chairman @JayShah, and with new tournament ambassador @ImRo45 and Indian team captains @surya_14kumar and Harmanpreet Kaur in attendance.
✍️:… pic.twitter.com/fsjESpJPlE
T20 বিশ্বকাপ ২০২৬: ফর্ম্যাট ও গ্রুপ তালিকা
আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ মোট ২০টি দল অংশ নিতে চলেছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি দল।
গ্রুপ লিগ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠে যাবে সুপার এইট পর্বে।
T20 বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ তালিকা
গ্রুপ A
ভারত
পাকিস্তান
আমেরিকা
নেদারল্যান্ডস
নামিবিয়া
গ্রুপ B
অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কা
আয়ারল্যান্ড
জিম্বাবোয়ে
ওমান
গ্রুপ C
ইংল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ
নেপাল
ইতালি
গ্রুপ D
নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
আফগানিস্তান
কানাডা
সংযুক্ত আরব আমিরশাহি (UAE)
ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত
প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যাঁর নেতৃত্বেই ভারত ২০২৪ সালের T20বিশ্বকাপ জিতেছিল, তিনি উপস্থিত ছিলেন বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠানে। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় মহিলা দলের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং পুরুষদের T20 টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ঘোষণা করলেন, ২০২৬ সালে টি২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করা হয়েছে রোহিত শর্মাকে।