Jasprit Bumrahছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। চলবে ৮ মার্চপর্যন্ত। সেদিনই ফাইনাল। এবার মোট ২০টি দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টে। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে গ্রুপে রয়েছে পাকিস্তানও। দুই দল প্রথম মুখোমুখি হবে ১৫ ফেব্রুয়ারি।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দলকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। গ্রুপ এ তে রয়েছে - ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, আমেরিকা।
গ্রুপ বি - অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, ওমান।
গ্রুপ সি - ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি, নেপাল।
গ্রুপ ডি - নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডা।
ভারতের প্রথম ম্যাচ মুম্বইয়ে ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
এবার বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। যৌথভাবে দুই দেশের আটটি ভেন্যুতে খেলা হবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানান, ভারতের অরুণ জেটলি স্টেডিয়াম, ইডেন গার্ডেন, এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে। শ্রীলঙ্কায় খেলা হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি আর. প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো সিনালেস স্পোর্টস ক্লাবের মাঠে।
টুর্নামেন্টের ফাইনাল হতে পারে আহমেদাবাদে। দু’টি সেমিফাইনাল হতে পারে কলকাতা এবং মুম্বইয়ে। তবে পাকিস্তান সেমিফাইনাল এবং ফাইনাল খেললে ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
পূর্ব ঘোষণামতো এবার বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলবে না। তারা খেলবে শ্রীলঙ্কায়। তারা ফাইনালে উঠলে সেটা শ্রীলঙ্কায় খেলা হবে। পাকিস্তান নকআউট পর্যায়ে উঠলেও তাই হবে।
এই বিশ্বকাপে রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে আইসিসি। এই ঘোষমা করে জয় শাহ লিখেছেন, 'আসন্ন টুর্নামেন্টের জন্য রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা সম্মানের বিষয়। ভারত ও শ্রীলঙ্কায় এই ইভেন্টের জন্য ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং এখন পর্যন্ত নয়টি সংস্করণেই খেলেছেন এমন একজন খেলোয়াড়ের চেয়ে ভালো প্রতিনিধি আর কেউ হতে পারে না।'