
ভারত ও বাংলাদেশভারত-বাংলাদেশ ক্রিকেট বিতর্কের মধ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই দল। শনিবার জিম্বাবোয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ‘বি’ গ্রুপের ম্যাচ ঘিরে যে টানটান উত্তেজনা থাকবে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় লড়াইয়ে বিরাট তফাৎ থাকলেও, গত কয়েক বছর ধরে তা বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও আমেরিকার বিরুদ্ধে।
এর মধ্যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক সেই আগুনে অনেকটাই ঘি ঢেলে দিয়েছে। এবারের আইপিএল-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ফিজকে কিনেছিল। তবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ নেমে আসতে থাকায়, মুস্তাফিজুরকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ফলে হঠাৎ শুরু হয় সমস্যা। বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে একেবারেই ভালভাবে নেয়নি বাংলাদেশের ক্রিকেট নিয়মাক সংস্থা।

পাল্টা তারাও জানিয়ে দেয়, ভারতে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপ তারা খেলবে না। ভারতের জায়গায় শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজন করা হোক। তবে এত কম সময়ের মধ্যে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। এমনটাই জান্নিয়ে দেয় বিসিসিআই। তবে তাতে বরফ গলেনি। ভারতে খেলতে এলে প্লেয়ার, সাপোর্ট স্টাফদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও আইসিসি সেই আশঙ্কা নস্যাৎ করে দিয়েছে।
ফলে এখনও বোঝা যাচ্ছে না বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা। এর মধ্যেই, মুখোমুখি হচ্ছে দুই দেশ। যুব বিশ্বকাপে এর আগেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছিল এই দুই দলের মধ্যে। ২০২০ সালে বাংলাদেশ বিশ্বকাপ জিতলেও, পরে আর সেই ফর্ম ধরে রাখতে পারেনি বাংলাদেশের যুব দল।
চার গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সুপার সিক্সে উঠলে ১ নম্বর গ্রুপে পড়বে বাংলাদেশ। যেখানে থাকবে ‘সি’ গ্রুপের তিনটি দল।