ICC Women World Cup 2025: ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে চাপে অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন এই তারকা

মেয়েদের বিশ্বকাপে (ICC Women World Cup 2025) সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ৩০ অক্টোবরের ম্যাচে অনিশ্চিত তারকা ক্রিকেটার অ্যালিসা হিলি। দারুণ ছন্দে থাকা ক্যাপ্টেন এই ম্যাচে খেলতে না পারলে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় হিলির কাফ মাসলে টান ধরে। এর ফলে তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।

Advertisement
ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে চাপে অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন এই তারকা

মেয়েদের বিশ্বকাপে (ICC Women World Cup 2025) সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ৩০ অক্টোবরের ম্যাচে অনিশ্চিত তারকা ক্রিকেটার অ্যালিসা হিলি। দারুণ ছন্দে থাকা ক্যাপ্টেন এই ম্যাচে খেলতে না পারলে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় হিলির কাফ মাসলে টান ধরে। এর ফলে তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। 

শনিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধেও খেলতে পারেননি। সম্পূর্ণ ফিট হয়ে উঠতে না পারলে সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেটা হলে ভারতীয় দলের সুবিধা হতে পারে। কারণ গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন হিলি। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর অস্ট্রেলিয়ার হেড কোচ শেলি নিৎশকে (Shelley Nitschke) বলেন, ‘ও এখনও খেলার মতো অবস্থায় আসেনি। আমরা ওর চোট পরীক্ষা করে দেখছি। আমরা আশা করছি ও সেমিফাইনালে খেলবে। সেমি-ফাইনাল ম্যাচের আগে এখনও কয়েকদিন আছে। তার মধ্যে ও ফিট হয়ে উঠতে পারবে কি না, সেদিকে আমাদের নজর রয়েছে।’ 

সেমিফাইনালে ভারতকে বেশ কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে। ফলে অ্যালিসা হিলির না থাকা নিঃসন্দেহে ভারতকে সুবিধা দেবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সব ম্যাচ জিতে শেষ চারে চলে গেছে তারা। এই পর্বে কেবল একটা ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। ফলে সেমি-ফাইনালে হিলি খেলতে না পারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া দল অত্যন্ত শক্তিশালী। হিলি খেলতে পারলে শক্তি বেড়ে যাবে। ফলে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে হলে ভারতীয় দলকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। বিশেষ করে ভারতের ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

Advertisement

POST A COMMENT
Advertisement