ICC Women World Cup 2025: এশিয়া কাপের পরেও India Vs Pakistan, কবে কোথায় ম্যাচ?

অক্টোবরে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মহিলাদের বিশ্বকাপে ফের মুখোমুখি হচ্ছে, দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। ৩০ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবে। প্রথম ম্যাচেই মুখোমুখি আয়োজক দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ৫ অক্টোবর। ফাইনাল ম্যাচ হবে ২ নভেম্বর।

Advertisement
এশিয়া কাপের পরেও India Vs Pakistan, কবে কোথায় ম্যাচ?জেমিমা রড্রিগস এবং নিদা দার

অক্টোবরে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মহিলাদের বিশ্বকাপে ফের মুখোমুখি হচ্ছে, দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। ৩০ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবে। প্রথম ম্যাচেই মুখোমুখি আয়োজক দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ৫ অক্টোবর। ফাইনাল ম্যাচ হবে ২ নভেম্বর। 

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি জারী করে ভারতের ক্রীড়া মন্ত্রক। সেখানে বলা হয়, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও, আইসিসি বা এসিসি-র টুর্নামেন্টে খেলতে বাধা নেই। তবে সেই ম্যাচ হতে হবে ভারত ও পাকিস্তান বাদে অন্য কোনও দেশে। অর্থাৎ ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না, আবার, পাকিস্তানকেও ভারতে আসতে দেওয়া হবে না। সেই মতোই, ভারত-পাকিস্তান ম্যাচ কলোম্বোতে অনুষ্ঠিত হবে। 

পাহেলগাঁও হামলার পর থেকে, অনেকেই দাবি তুলেছিলেন, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা উচিত নয় ভারতীয় ক্রিকেট দলের। লেজেন্ডস লিগেও ভারত-পাকিস্তান ম্যাচ না খেলার কথা জানিয়েছিলেন হরভজন সিংরা। ফলে সেই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠলেও, ভারত দল তুলে নেয়। তবে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি মনে করেন, ভারত-পাকিস্তান ক্রিকেট অন্য দেশে হওয়া নিয়ে সমস্যার কিছু নেই। ফলে এই ম্যাচ ঘিরে যুক্তি, পাল্টা যুক্তি চলতে থাকে। এর মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় ভারতের ক্রীড়া দফতর। 

ম্যাচ হবে না চিন্নাস্বামীতে
বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ খেলা হবে না। এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলি এখন নবি মুম্বইতে স্থানান্তরিত করা হয়েছে। নবি মুম্বইয়ের ডিও য়াই পাতিল স্টেডিয়ামে পাঁচটি ম্যাচ খেলা হবে। এর মধ্যে রয়েছে তিনটি লিগ ম্যাচ, একটি সেমিফাইনাল এবং সম্ভবত ২ নভেম্বর মহিলা ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল ম্যাচ। পাকিস্তান দল ফাইনালে পৌঁছালেই কেবল কলম্বোর আর, প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়েছিল
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ। ডিওয়াই পাতিল স্টেডিয়াম ছাড়াও, এ সিএ স্টেডিয়াম (গুয়াহাটি), হোলকার স্টেডিয়াম (ইন্দোর), এ সিএ-ভিডিসিএ স্টেডিয়াম (বিশাখাপত্তনম) এবং আর প্রেমাদাসা স্টেডিয়াম (কলম্বো) তে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। 

Advertisement

কেন বেঙ্গালুরু থেকে সরল ম্যাচ?
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এ রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চ্যাম্পিয়ন হওয়ার পর, এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ভিক্ট্রি প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই প্যারেডের সময়, স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ঠ হয়ে ১১ জন নিহত হন। এ ছাড়াও, ৫০ জনেরও বেশি মানুষ আহত হন। এরপর থেকেই চিন্নাস্বামী স্টেডিয়ামে আর কোনও খেলা হয়নি।

POST A COMMENT
Advertisement