scorecardresearch
 

ICC World Cup 2023 Angelo Matthew: টাইমড আউটের শিকার ম্যাথিউজ, 'স্পিরিট' কোথায় গেল? হাসির খোরাক শাকিবরা

সোমবার দিল্লিতে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে নাটকীয়ভাবে আউট হলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে  ‘টাইমড আউট’ দেওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের মুখে শাকিব আল হাসানরা। আন্তর্জাতিক ক্রিকেটে এই পদ্ধতিতে আউট দেওয়া প্রথম ব্যাটার ম্যাথিউজ। তবে আউট হলেন শ্রীলঙ্কার ব্যাটার তা হলে শাকিবরা কেন ট্রোল হবেন? 

Advertisement
Sri Lanka vs Bangladesh Sri Lanka vs Bangladesh

সোমবার দিল্লিতে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে নাটকীয়ভাবে আউট হলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে  ‘টাইমড আউট’ দেওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের মুখে শাকিব আল হাসানরা। আন্তর্জাতিক ক্রিকেটে এই পদ্ধতিতে আউট দেওয়া প্রথম ব্যাটার ম্যাথিউজ। আউট হলেন শ্রীলঙ্কার ব্যাটার, তা হলে শাকিবরা কেন ট্রোল হবেন? 

আসলে সাদিরা সমরবিক্রম আউট হওয়ার পর ম্যাথুস ক্রিজে এসে হেলমেট পরতে শুরু করলেই স্ট্র্যাপ ভেঙে যায়। তিনি ড্রেসিংরুম থেকে আরেকটি হেলমেট আনার ইঙ্গিত দিলেও অনেক সময় লেগে যায়। এদিকে, বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ম্যাথুজের বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করলে আম্পায়ার মারাইস ইরাসমাস তাঁকে আউট ঘোষণা করেন। এখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে, কেন শাকিব আবেদন করলেন? ইচ্ছে করে তো ম্যাথিউস সময় নষ্ট করেননি। কোথায় গেল স্পিরিট? তবে বাংলাদেশ অধিনায়ক এমন কাজ প্রথম করলেন তা কিন্তু নয়, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে একবার উইকেট ভেঙে ফেলেছিলেন শাকিব।

যেভাবে শ্রীলঙ্কার পঞ্চম উইকেট পড়ে গেলো তা বড় বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘ক্রিকেটীয় স্পিরিট আর বাংলাদেশ যেন সমান্তরাল দুটি রেখা। এদের কখনও হাতে হাত ধরে দেখা যাবে না’ টাইগার্সদের কটাক্ষে ভরিয়ে লিখেছেন এক ক্রিকেট অনুরাগী। ‘এরা নাকি অশ্বিনের মানকাডিং নিয়ে বিতর্ক সৃষ্টি করে?’ জানিয়েছেন আরও এক ক্রিকেট দর্শক। ‘ক্রিকেটীয় স্পিরিটের আজ অপমৃত্যু হলো’ দিল্লীর ঘটনায় রুষ্ট এক নেটিজেনের উক্তি। ঘটনায় বিস্মিত, বিরক্ত স্বয়ং ডেল স্টেইন’ও। প্রোটিয়া কিংবদন্তি ট্যুইট করে লিখেছেন, ‘এটা মোটেই ঠিক কাজ নয়।’ নেটদুনিয়ায় আজ ভিলেন শাকিব আল হাসান। ‘বাংলাদেশ অধিনায়ক বিশ্বমানের ক্রিকেটার হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে মোটেই সেই উচ্চতায় পৌঁছাতে পারবেন না।” ট্যুইটারের দেওয়ালে উষ্মা ঝরিয়েছেন এক নেটনাগরিক।

আরও পড়ুন

Advertisement