scorecardresearch
 

ICC World Cup 2023 Eden Gardens: শনিবার ম্যাচের আগে অঘটন ইডেনে, ভাঙল দেওয়াল

বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। তবে ইডেনে এখনও একটাও ম্যাচ খেলা হয়নি। শনিবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে সেজে উঠেছে ইডেন। তবে এই ম্যাচের আগে ভেঙে গেল ইডেনের দেওয়ালের একটা অংশ। ক্রেনের ধাক্কায় ভেঙে গেল দেওয়াল। 

Advertisement
ক্রেনের ধাক্কায় ভাঙল দেওয়াল ক্রেনের ধাক্কায় ভাঙল দেওয়াল

বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। তবে ইডেনে এখনও একটাও ম্যাচ খেলা হয়নি। শনিবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে সেজে উঠেছে ইডেন। তবে এই ম্যাচের আগে ভেঙে গেল ইডেনের দেওয়ালের একটা অংশ। ক্রেনের ধাক্কায় ভেঙে গেল দেওয়াল। 

ইডেনের বিশ্বকাপের টিকিট ঘিরে অসন্তোষ আগেই ছিল। সদস্যদের একাংশের জন্য বিশ্বকাপের টিকিট অনলাইনে দেওয়া হলেও কনফার্ম টিকিট এখনও হাতে আসেনি। যা নিয়ে ক্ষোভ দেখাতে দেখা গিয়েছে সিএবি সদস্যদের। আর এর মধ্যেই ঘটে গেল এমন ঘটনা। এ দিন দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ইডেনের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ভেঙে পড়ে ক্রেনের ধাক্কায়। ওই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইডেনের দেওয়ালে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। ওই দেওয়াল ভেঙে পড়ায় বেশ চাপে সিএবির কর্তারা। ওই গেট দিয়ে দর্শকরা ঢুকবেন বিশ্বকাপের ম্যাচ দেখতে। দ্রুত ওই দেওয়াল সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা সারানো হলেও যে সমস্যা মিটে যাবে, তা বলা যাচ্ছে না।

দুর্ঘটনাটুকু বাদ দিলে অবশ্য ইডেন নিয়ে অভিযোগ থাকার কথা নয়। ক্রিকেটের নন্দনকানন বিশ্বকাপের জন্য তৈরি। টিকিট ঘিরে উষ্মা থাকতে পারে সদস্যদের, এর বাইরে অবশ্য তেমন অভিযোগ নেই। উৎসবের মরশুমের মধ্যেই পর পর পাঁচটা ম্যাচ দেখা যাবে ইডেনে। বাংলাদেশ ও পাকিস্তান দু'টো করে ম্যাচ খেলবে। ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৫ নভেম্বরের ওই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। আর ইডেনে থাকবে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপের শো জমজমাট ইডেনে। তার মধ্যে দেওয়াল ভেঙে পড়ায় সুর-তাল কিছুটা যে কাটল, তা নিয়েও সন্দেহ নেই।

আরও পড়ুন

পরপর ম্যাচ জিতে ভারত যে ফর্মে রয়েছে তাতে টিকিটের চাহিদা আরও বাড়বে। শুধু ভারত নয়, নেদারল্যান্ডসের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন শহরের ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

Advertisement