ICC World Cup 2023 Final India VS Australia: বিশ্বকাপের ফাইনালে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে নামছে ভারত। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রোহিত শর্মার ভারত। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে। ২০ বছর পর আরও একবার এই দুটো দল বিশ্বকাপ ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
ভারতীয় দলে পরিবর্তন হবে?
ভারতীয় দল এবারের বিশ্বকাপে সমস্ত ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে জায়গা পাবেন? শুক্রবার অপশনাল ট্রেনিং-এ তাঁকে দেখা গিয়েছিল বল করতে। কিছুটা সময় ব্যাটও করেছেন ভারতীইয় দলের এই ক্রিকেটার। তাঁর দিকে নজর ছিল কোচ রাহুল দ্রাবিড়ের।
আবহাওয়া কেমন থাকবে?
অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ১৯ নভেম্বর অহমেদাবাদের আকাশ একেবারে পরিষ্কার থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই ম্যাচে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ, ১০০ ওভারই যে খেলা হবে, তা আশা করা যেতে পারে। রাতের দিকে তাপমাত্রা কমে যাওয়ার কারণে শিশির পড়তে পারে।
রিজার্ভ ডে থাকছে
যদি ম্যাচ বৃষ্টির কারণে একান্তই আটকে যায়, তাহলে আইসিসি ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে'র ব্যবস্থা করে রেখেছে। পরেরদিন অর্থাৎ ২০ নভেম্বর ওই মাঠেই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। তবে সকলেই আশা করছেন, ১৯ নভেম্বর রাতেই যেন বিজয়ী দলের নাম ঘোষিত হয়ে যায়।
ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।