ICC World Cup 2023: 'DRS নিয়েও কারচুপি করছে ভারত,' আক্রমের ধমকের পরেও হাসান স্বমহিমায়

প্রাক্তন বোলার ওয়াসিম আক্রমের ধমক খাওয়ার পরেও থামছেন না পাকিস্তানের আরেক প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। এবার ডিআরএস নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বসলেন তিনি। বিশ্বকাপ চলাকালীন ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। 

Advertisement
'DRS নিয়েও কারচুপি করছে ভারত,' আক্রমের ধমকের পরেও হাসান স্বমহিমায়ডিআরএস নিয়ে মুখ খুললেন হাসান

প্রাক্তন বোলার ওয়াসিম আক্রমের ধমক খাওয়ার পরেও থামছেন না পাকিস্তানের আরেক প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। এবার ডিআরএস নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বসলেন তিনি। বিশ্বকাপ চলাকালীন ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। 

কয়েক দিন আগে তিনি অভিযোগ করেছিলেন, বিশেষ ধরনের বল দেওয়া হচ্ছে ভারতীয় বোলারদের। এ বার তিনি অভিযোগ করলেন, ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)-এর ক্ষেত্রেও কারচুপি করেছে ভারত। ফলে বাড়তি সুবিধা পাচ্ছেন রোহিত শর্মারা। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বলতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের আউটের প্রসঙ্গ তুলেছেন রাজা। তিনি বলেন, ‘এই ম্যাচে (রবীন্দ্র) জাডেজা ৫ উইকেট নিয়েছে। আমরা প্রযুক্তির কথা বলি। ভ্যান ডার ডুসেন ওদের প্রধান ব্যাটার ছিল। জাডেজার বল লেগ স্টাম্পে পড়েছিল। ইমপ্যাক্ট দেখাচ্ছিল লেগ স্টাম্পে। তা হলে কী ভাবে সেটা গিয়ে মিডল স্টাম্পে লাগল? ডিআরএস-এ কারচুপি হচ্ছে। ভারত সেটা করছে।’

এই প্রসঙ্গে আরও কয়েকটি ডিআরএসের কথা তুলে ধরেছেন রাজা। তিনি বলেন, ‘শুধু এই ম্যাচে নয়, এর আগেও সেটা হয়েছে। আবার পাকিস্তানের বোলারের বল দক্ষিণ আফ্রিকার ব্যাটারের প্যাডে লাগলেও তাতে আউট দেওয়া হয়নি। ডিআরএস নিয়েও লাভ হয়নি। এটা ভারত ইচ্ছা করে করছে। আয়োজক দেশ হিসাবে সুবিধা নিচ্ছে ওরা।’

ডিআরএস নিয়ে এর আগেও নানা অভিযোগ উঠেছে। তবে হাসান রাজার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ম্যাচে দুইবার আম্পায়ারকে ভুল প্রমানিত করে উইকেট পায় ভারতীয় দল। বিরাট কোহলি ব্যাট করার সময়ও ডিআরএস নিয়েছিলেন টেম্বা বাভুমারা। তবে আউট হননি বিরাট। উল্টে শতরান করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলেন তিনি। একদিনের ক্রিকেটে ৪৯ তম সেঞ্চুরি বিরাটের। তবে বিরাটের বিরুদ্ধে নেওয়া এই ডিআরএস নিয়ে বিতর্ক কম হয়নি। 

POST A COMMENT
Advertisement