সেমিফাইনালে যাওয়ার পরেই ফাইনালের চিন্তায় গ্লেন ম্যাক্সওয়েল। শুরুতে অস্ট্রেলিয়া ছন্দে না থাকলেও, সময় যত গড়িয়েছে ততই জাত চিনিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফাইনালে ভারতীয় দলের সামনে পড়তে হতে পারে মনে করছেন অজিদের সেমিফাইনালে তোলা এই ক্রিকেটার। টিম ইন্ডিয়ার পেসারদের ভয় পাচ্ছেন ২০০ করা ম্যাক্সওয়েল।
এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন মহম্মদ শামি। তাতেই আতঙ্ক তৈরি করে দিয়েছেন বিভিন্ন দেশের ব্যাটারদের মধ্যে। ভারতীয় পেসারের বোলিং দেখে চিন্তিত অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। শামির সিম সব থেকে সোজা আর সঠিক জায়গায় পড়ে বলেই মনে করেন তিনি। শেষ দু’টি ম্যাচে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা ১০০ রানও টপকাতে পারেনি। ভারতীয় বোলারদের দাপট দেখে অবাক ম্যাক্সওয়েলও। শামি চার ম্যাচ খেলে নিয়েছেন ১৬টি উইকেট। ম্যাক্সওয়েল বলেন, 'পৃথিবীর সব থেকে সোজা (স্ট্রেট) হল শামির সিম। নতুন বলে শামি দুর্দান্ত। যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ উইকেট নিতে পারে। তাই ওদের বিরুদ্ধে রান করা কঠিন হয়। সকলে শামিকে লক্ষ্য করে। কিন্তু ওর বলের সুইং সামলে খেলা খুবই কঠিন।'
গত ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ১২৮ বলে ২০১ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জেতান ম্যাক্সওয়েলও ভয় পাচ্ছেন। শুধু শামি নন, ভারতের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন অজি ক্রিকেটার। তিনি বলেন, 'আমরা ভারতের বিরুদ্ধে সব সময় শুরু থেকে রান করার চেষ্টা করি। ওদের বল সুইং করে ঠিকই কিন্তু শুরুতে রান না করতে পারলে ওরা আরও ঘাড়ের উপর চেপে বসে। যে যে দল ওদের বিরুদ্ধে শুরুতে দেখে খেলার চেষ্টা করেছে, তারাই ডুবেছে। আমরা সেটা হতে দেব না।'
গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে হেরে যায় অস্ট্রেলিয়া। ফাইনাল ছাড়া আর কোনও ম্যাচেই দুই দলের খেলার সম্ভাবনা নেই। কারণ শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে হেরে গেলেও শীর্ষে থাকবে টিম ইন্ডিয়া। ফলে সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সম্ভাবনা নেই। তবে সেমিফাইনালে নিজেদের ম্যাচ জিততে পারলে এ বারের বিশ্বকাপের ফাইনালে দেখা হতে পারে।