বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচেই দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে ভারতীয় দলকে চিন্তায় রেখেছে হার্দিক পান্ডিয়ার চোট। শোনা যাচ্ছে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তারকা অলরাউন্ডারের। ফলে ইংল্যান্ড ম্যাচ তো বটেই, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন হার্দিক। যদিও হার্দিকের চোট নিয়ে প্রতিদিনই নতুন নতুন আপডেট শোনা যাচ্ছে।
এ বার তাঁর যে হেলথ আপডেট পাওয়া গিয়েছে, তা উদ্বেগ বাড়াল ভারতীয় টিমে এবং দলের ভক্তদের। বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ার কারণে কিউয়িদের বিরুদ্ধে খেলেননি হার্দিক। তারপর বোর্ডের সূত্র মারফত শোনা গিয়েছিল, ইংল্যান্ড ম্যাচেও হয়তো খেলবেন না হার্দিক। তবে এখন শোনা যাচ্ছে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে হার্দিকের চোট নিয়ে নতুন কোনও আপডেট জানানো হয়নি। তবে সূত্রের খবর, হার্দিক গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। তাঁকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনওরকম তাড়াহুড়ো করতে চায় না।
বিসিসিআইয়েক ওই সূত্র বলেন, ‘বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক পান্ডিয়া নিতিন প্যাটেলের অধীনে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে। প্রথমে তাঁর চোটটি যেমন মনে হয়েছিল, তার থেকে এখন চোটের অবস্থা গুরুতর মনে হচ্ছে। সম্ভবত তাঁর একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যা সেরে উঠতে কমপক্ষে দু’সপ্তাহ লাগবে। মেডিকেল টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। এখনই তাঁর বদলি হিসেবে দলে কাউকে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।’
হার্দিকের জন্য আরও একটা সপ্তাহ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের বিকল্প তাই এখনই খোঁজা হচ্ছে না। বাংলাদেশের বিরুদ্ধে বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।