বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে দারুণ জায়গায় টিম ইন্ডিয়া। তবে ভারতীয় দলের জন্য খারাপ খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন হার্দিক। তার জেরেই কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে নেই তিনি।
বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়নি। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।
সমস্যায় ভারতীয় দল
বিশ্বকাপের শুরুতেই শুভমন গিল ডেঙ্গি হওয়ায় দুই ম্যাচ খেলতে পারেননি। পরে যদিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলেন তিনি। এরপর ভারতীয় দলের কাছে আরও এক ধাক্কা এল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে। চোট পেয়ে এবার মাঠের বাইরে যেতে হল ভারতের অন্যতম তারকা অলরাউন্ডারকে।
কীভাবে জিতল ভারত
হার্দিক চোট পেলেও ভারতীয় দলের এই ম্যাচ জিততে খুব একটা সমস্যা হয়নি। সাত উইকেটে ম্যাচ জিতে নিয়েছে রোহিত বাহিনী। প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল ২৬১ রান করে। শুরুটা ভাল করলেও, মাঝের ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ভারতের স্পিনাররা। একটা সময় মনে করা হচ্ছিল বাংলাদেশ সহজেই ৩০০ রান পেরিয়ে যাবে। তবে তা হয়নি মূলত স্পিনারদের জন্য। পাশাপাশি বাংলাদেশ ব্যাটাররা ভুল শট খেলে উইকেট ছুড়ে দিয়ে আসায়।
জবাবে ব্যাট করে নেমে পুনের পাটা উইকেটে বড় শট খেলতে শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। দ্রুত উইকেট ফেলতে না পারায়, বাংলাদেশ খেলা থেকে হারিয়ে যায়। শেষ অবধি আর তারা ম্যাচে ফিরতে পারেনি। ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকা বিরাট ও কে এল রাহুল ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে দেন।