ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে দিল্লি যাওয়া হয়নি ওপেনার শুভমন গিলের। এরপর ভারতীয় দলের উদ্বেগ আরও বাড়ল খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা চোট পাওয়ায়। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে আঘাত পেলেন ভারত অধিনায়ক।
মঙ্গলবার দিল্লিতে ঐচ্ছিক অনুশীলনে গিয়েই বিপাকে পড়তে হল অধিনায়ক রোহিতকে। নেটে ব্যাট করার সময় উরুতে চোট পান ভারত অধিনায়ক। রোহিতকে বল করছিলেন একজন নেট বোলার। সেই সময়ই চোট পান রোহিত। উরুতে চোট পাওয়ার পর রোহিতের মুখচোখ দেখেই মনে হচ্ছিল তিনি বেশ অস্বস্তি বোধ করছেন। যদিও এর পরও ভারত অধিনায়ক কয়েক মিনিট নেটে ব্যাট করেন। ফলে মনে করা হচ্ছে তাঁর আঘাত তেমন গুরুতর নয়। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দলের ঐচ্ছিক প্রাকটিস সেশন ছিল। সেই ঐচ্ছিক অনুশীলনে অনুপস্থিত ছিলেন আগের ম্যাচের দুই নায়ক বিরাট কোহলি এবং কেএল রাহুল।
অনুশীলনে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya), বুমরা, শামি, সিরাজ, অশ্বিন, কুলদীপরা যাদবও এদিনের অনুশীলনে আসেননি। তবে ঐচ্ছিক অনুশীলন হলেও এ দিন গা ঘামাতে দেখা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মা, প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া ইশান কিষান, শ্রেয়স আইয়ারকে। সেই সঙ্গে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন সূর্যকুমার যাদব। আফগানদের বিরুদ্ধে তাঁকে দলে দেখা যেতে পারে।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেও খুব একটা ভাল ছন্দে দেখা যায়নি ইশান কিশানকে। তবে অনেকটা সময় নেটে কাটিয়েছেন সূর্যকুমার। রশিদ খানদের বিরুদ্ধে তাঁকে নামানো হবে কিনা তা এখনই স্পষ্ট করে বলা বেশ কঠিন। কারণ, সবে একটা ম্যাচ হয়েছে। দ্বিতীয় ম্যাচেই উইনিং কম্বিনেশন কি ভাঙতে চাইবেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা?
এদিনের অনুশীলনে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হওয়া শ্রেয়াস আইয়ারকে। ফলে মনে করা হচ্ছে আফগানদের বিরুদ্ধেও তাঁকে দলে রাখা হতে পারে।