ICC World Cup 2023 India VS Afghanistan: আজকের ম্যাচেও ৩ স্পিনার ভারতের? সম্ভাব্য প্রথম একাদশ

দারুণ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। বুধবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য রোহিত শর্মাদের। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর বেশ চাপে রশিদ খানরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দলে বদল আসার সম্ভাবনা প্রায় নেই।

Advertisement
আজকের ম্যাচেও ৩ স্পিনার ভারতের? সম্ভাব্য প্রথম একাদশটিম ইন্ডিয়া

দারুণ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। বুধবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য রোহিত শর্মাদের। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর বেশ চাপে রশিদ খানরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দলে বদল আসার সম্ভাবনা প্রায় নেই।

ওপেন করতে নেমে ব্যর্থ হওয়া ইশান কিশান আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারেন। শুভমন গিল ডেঙ্গি আক্রান্ত হয়ায় তাঁকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। ফলে ইশানকে আরও একটা সুযোগ দেওয়া হবে তা প্রায় নিশ্চিত। চার নম্বরে নেমে ব্যর্থ হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তাঁর জায়গায় সূর্যকুমার যাদবের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে ফের কেকেআর ক্যাপ্টেনকেই সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার দিল্লিতে ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় দলের। সেই ঐচ্ছিক অনুশীলনে অনুপস্থিত ছিলেন আগের ম্যাচের দুই নায়ক বিরাট কোহলি এবং কেএল রাহুল। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। 

অনুশীলনে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya), জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবও এদিনের অনুশীলনে আসেননি। তবে ঐচ্ছিক অনুশীলন হলেও এ দিন গা ঘামাতে দেখা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মা, প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া ইশান কিষান, শ্রেয়স আইয়ারকে। সেই সঙ্গে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন সূর্যকুমার যাদব। আফগানদের বিরুদ্ধে তাঁকে দলে দেখা যেতে পারে। 

ভারতীয় দলের বিশ্বকাপ সূচি
৮ অক্টোবর বনাম অস্ট্রেলিয়া, চেন্নাই (ভারতীয় দল ৬ উইকেটে জয়ী)
১১ অক্টোবর বনাম আফগানিস্তান, দিল্লি
১৪ অক্টোবর বনাম পাকিস্তান, আমদাবাদ
১৯ অক্টোবর বনাম বাংলাদেশ, পুনে
২২ অক্টোবর বনাম নিউজিল্যান্ড, ধর্মশালা
২৯ অক্টোবর বনাম ইংল্যান্ড, লখনউ
২ নভেম্বর বনাম শ্রীলঙ্কা, মুম্বই
৫ নভেম্বর বনাম দক্ষিণ আফ্রিকা, কলকাতা
১২ নভেম্বর বনাম নেদারল্যান্ডস, বেঙ্গালুরু

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।  

Advertisement

POST A COMMENT
Advertisement