হাত মেলানো নিয়েই বিতর্কের সূত্রপাত, আর দেশের মাটিতে ফ্র্যাঞ্চেইজি লিগের তিক্ততা ভুললেন বিরাট ও নবীন উল হক। সেই মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী নিয়ে বিতর্ক ছিল?
আইপিএলের (IPL)গত সংস্করণে চর্চায় উঠে এসেছিল বিরাট কোহলি ও আফগান পেসার নবীন উল-হকের ঝগড়া। ম্যাচ চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ান তিনি। কোহলির সঙ্গে শত্রুত বাইশ গজেই সীমাবদ্ধ ছিল না। জল গড়ায় অনেক দূর। যদিও ফ্যানেরা ভোলেননি কিং কোহলির সেই অপমান। নবীনকে দেখলেই ‘কোহলি-কোহলি’ বলে তাতায় ফ্যানেরা। এই ঘটনায় জড়িয়ে পড়েন লখনউ সুপার জায়েন্ট মেন্টর গৌতম গম্ভীরও। ফলে সেই বিতর্ক আরও বড় আকার নেয়।
প্রথম ইনিংসের শেষের দিকে বিরাট কোহলি বনাম নবীন উল হক লড়াইও দেখা গেল। রশিদ খান একটি ১৬ রানের ক্যামিও খেলে আউট হওয়ার পর মাঠে এসেছিলেন নবীন। গোটা স্টেডিয়াম তখন ‘কোহলি, কোহলি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দুইবার তিনি বিরাট কোহলির হাতে বল দিয়ে সিঙ্গেলকে ডাবলে পরিণত করেন। অবশ্য কৃতিত্ব দিতে হয় বিরাটকেও। তিনি সতর্ক না হলে ওই শটগুলি থেকে ৪ রানও আসতে পারতো। সিরাজের বলে একটি চারও মারেন নবীন। শেষপর্যন্ত ৯ রানে অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন। দ্বিতীয় ইনিংসে ইশান কিশান আউট হতেই মাঠে নামেন বিরাট। ব্যাট করার সময়ই বল করতে যাওয়া নবীনের সঙ্গে হাত মেলান বিরাট।