ICC World Cup 2023 India VS Australia: সচিন-পন্টিংকে পিছনে ফেলে অপ্রতিরোধ্য বিরাট, অজি ম্যাচে একগুচ্ছ রেকর্ড ভাঙল ভারত

ভারতীয় দল ওডিআই বিশ্বকাপ 2023 এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে। তবে তার থেকেও বড় ব্যাপার হল, এই ম্যাচে ভেঙে গিয়েছে একাধিক রেকর্ড। ১১৬ বলে ৮৫ রান করে আউট হওয়া বিরাট কোহলি হোক বা ৯৭ রান করে অপরাজিত থাকা কেএল রাহুল। এমনকি ০ রানে আউট হওয়া রোহিত শর্মাও রেকর্ড গড়েছেন। 

Advertisement
সচিন-পন্টিংকে পিছনে ফেলে অপ্রতিরোধ্য বিরাট, অজি ম্যাচে একগুচ্ছ রেকর্ড ভাঙল ভারতটিম ইন্ডিয়া ও বিরাট কোহলি

ভারতীয় দল ওডিআই বিশ্বকাপ 2023 এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে। তবে তার থেকেও বড় ব্যাপার হল, এই ম্যাচে ভেঙে গিয়েছে একাধিক রেকর্ড। ১১৬ বলে ৮৫ রান করে আউট হওয়া বিরাট কোহলি হোক বা ৯৭ রান করে অপরাজিত থাকা কেএল রাহুল। এমনকি ০ রানে আউট হওয়া রোহিত শর্মাও রেকর্ড গড়েছেন। 

রবিবারের ইনিংসের ওপর ভর করেই দুটি বড় রেকর্ড গড়েছেন কোহলি। তিনি সচিন তেন্ডুলকর এবং রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদেরও পেছনে ফেলে দিয়েছেন। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম ১০০০ রান করেছেন।  আসুন আমরা আপনাকে বলি যে এই ম্যাচে গড়েছেন ১১টি ঐতিহাসিক রেকর্ড। আসুন তাদের সম্পর্কে জানি...

ভারতে অস্ট্রেলিয়া দলের দু'টি বিস্ময়কর রেকর্ড
হারলেও রেকর্ডবুকে নাম রয়েছে অস্ট্রেলিয়ার। ভারতের মাটিতে বিশ্বকাপে ১৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ৪ বার হেরেছে। ভারতের মাটিতে এটা একটা অবাক করা রেকর্ড। পাশাপাশি অস্ট্রেলিয়া দল চেন্নাইয়ের মাঠে ১৯৯২ সালের পর প্রথমবার বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরেছে। এখনও পর্যন্ত এই মাঠে ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই জিতেছেন অজিরা।

সবচেয়ে কম রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে দলগুলো
২ রান - ভারত বনাম অস্ট্রেলিয়া, চেন্নাই, ২০২৩ *
৪ রান - ভারত বনাম জিম্বাবুয়ে, অ্যাডিলেড, ২০০৪
৪ রান - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, মিরপুর, ২০০৯
৫ রান - শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, ঢাকা, ১৯৯৮

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতীয় সর্বোচ্চ স্কোরার
১১৭ শিখর ধাওয়ান, ওভাল, ২০১৯ -
১০০* - অজয় ​​জাদেজা, দ্য ওভাল, ১৯৯৯
৯৭* - কেএল রাহুল, চেন্নাই, ২০২৩ *

ICC ODI T20 টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন ভারতীয়
২৭৮৫ - বিরাট কোহলি (৬৪ ইনিংস) *
২৭১৯ - সচিন তেন্ডুলকর (৫৮)
২৪২২- রোহিত শর্মা (৬৪)
১৭০৭- যুবরাজ সিং (৬২)
১৬৭১- সৌরভ গঙ্গোপাধ্যায় (৩২)
যে ব্যাটসম্যানরা ওয়ানডেতে সর্বাধিক ৫০+ স্কোর করেছেন (ওপেনার ছাড়া)
১১৩ বিরাট কোহলি*
১১২ কুমার সাঙ্গাকারা

১০৯ রিকি পন্টিং
১০২ জ্যাক ক্যালিস
বিশ্বকাপে সবচেয়ে কম ইনিংসে হাজার রানের রেকর্ড
১৯ ইনিংস- ডেভিড ওয়ার্নার*
২০ ইনিংস- সচিন তেন্ডুলকর ও এবি ডি ভিলিয়ার্স
২১ ইনিংস- ভিভ রিচার্ডস ও সৌরভ গঙ্গোপাধ্যায় 
২২ ইনিংস- মার্ক ওয়া ও হার্শেল গিবস

Advertisement

অস্ট্রেলিয়া প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেছে (2000 সাল থেকে)
২০০৩ - পাকিস্তানের বিরুদ্ধে জয়
২০০৭ - স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়
২০১১ - জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়
২০১৫ - ইংল্যান্ডের বিরুদ্ধে জয় 
২০১৯- আফগানিস্তানের বিরুদ্ধে জয়
২০২৩- ভারতের বিরুদ্ধে হার


ওডিআই বিশ্বকাপে দ্বিতীয়বার দুই ভারতীয় ওপেনারই শূন্য রানে আউট।
বনাম জিম্বাবোয়ে, ট্রেন্টব্রিজ, ১৯৮৩
বনাম অস্ট্রেলিয়া, চেন্নাই, ২০২৩
বিশ্বকাপে সবচেয়ে কম বলে ৫০ উইকেট নেওয়া বোলার

৯৪১- মিচেল স্টার্ক
১১৮৭ - লাসিথ মালিঙ্গা
১৫৪০ গ্লেন ম্যাকগ্রা
১৫৬২- মুত্তিয়া মুরালিধরন
১৭৪৮ -ওয়াসিম আক্রম

POST A COMMENT
Advertisement