ICC World Cup 2023 India VS Australia: চার নম্বরে কেন শ্রেয়স, রাহুল কোথায়? রেগে কাঁই বিশ্বকাপজয়ী ক্রিকেটার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ০ রানেই আউট হতে হয়েছে শ্রেয়াস আইয়ারকে। বাজে শট খেলে আউট হতে হওয়ায় সমালোচনাও সহ্য করতে তাঁকে। বিশ্বকাপের মতো মঞ্চে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হওয়ায় শ্রেয়াসের উপর ক্ষুব্ধ যুবরাজ সিং।

Advertisement
চার নম্বরে কেন শ্রেয়স, রাহুল কোথায়? রেগে কাঁই বিশ্বকাপজয়ী ক্রিকেটারশ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল

বিশ্বকাপের প্রথম ম্যাচে ০ রানেই আউট হতে হয়েছে শ্রেয়াস আইয়ারকে। বাজে শট খেলে আউট হতে হওয়ায় সমালোচনাও সহ্য করতে তাঁকে। বিশ্বকাপের মতো মঞ্চে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হওয়ায় শ্রেয়াসের উপর ক্ষুব্ধ যুবরাজ সিং।

ট্যুইট করে ২০১১ বিশ্বকাপের নায়ক লেখেন, ' চার নম্বরে ব্যাট করতে হলে, চাপটা নিতে জানতে হয়। ঠিক যে সময়, উইকেট হারিয়ে দল সমস্যায়, ফের ইনিংস গড়তে হবে সেই সময়ই এভাবে আউট হওয়ার মানে হয় না।' পাশাপাশি তিনি মনে করেন, চার নম্বরে ব্যাট করতে আসা কেএল রাহুলের। লিখেছেন, 'কেন রাহুলকে চার নম্বরে পাঠানো হচ্ছে না? পাকিস্তানের বিরুদ্ধে ও সেঞ্চুরি করেছিল।'  চার নম্বরে ব্যাট করা নিয়ে অনেকদিন ধরেই চিন্তায় রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে এশিয়া কাপে চার নম্বরে ব্যাট করেছিলেন রাহুল। চোট সারিয়ে ফেরার পরে, দারুণ খেলেছিলেন তিনি। তবে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা যায় চার নম্বরে নামছেন শ্রেয়াস আইয়ার।

২ রানে ৩ উইকেট হারায় ভারতীয় দল
স্লো উইকেটে বড় শট খেলতে গিয়ে কোনও রান না করেই প্যাভেলিয়ানে ফিরে যেতে হয় ৩ টপ অর্ডার ব্যাটারকে। মাত্র ২০০ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের টপ অর্ডারের এই ব্যর্থতা চিন্তায় রাখবে ভারতের টিম ম্যানেজমেন্টকে।  শুভমন গিল ডেঙ্গি আক্রান্ত হওয়ায় ভারতীয় দলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেন করার সুযোগ পেয়েছিলেন ইশান কিশান। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন তিনি। প্রথম ওভারেই প্যাভেলিয়ানে ফিরতে হয় উইকেটকিপার ব্যাটারকে। মিশেল স্টার্কের প্রথম ওভারে অফস্ট্যাম্পের বেশ কিছুটা বাইরের বল দেখে বড় শট খেলতে যান ইশান কিশান। টাইমিং ঠিকমতো হয়নি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে থাকা ক্যামেরন গ্রিনের হাতে। ভারতীয় ফ্যানদের প্রশ্ন, কেন প্রথম বলেই এমন শট খেলার চেষ্টা করতে গেলেন ইশান? 


ইশানের উইকেট পড়ার পরেই আউট হন রোহিত শর্মাও। এবার তিনি লেগ বিফোর হন, ভারতের ক্যাপ্টেন। উইকেট তুলে নেন জস হ্যাজেলউড। আম্পায়ার আউট দিলেও রোহিতের মনে হয়েছিল, তিনি আউট হননি। রিভিউ নিলেও লাভ হয়নি। ০ রানেই আউট হয়ে ফিরতে হয় ভারতের ক্যাপ্টেনকে। কম রানের টার্গেট থাকলেও, খারাপ শট খেলতে থাকলে উইকেট হারাতেই হয়। আর সেটাই হয়েছে শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রেও। বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন শ্রেয়াস। তিনিও গুড লেংথ বলে শট মারতে গিয়ে শর্ট কভারে থাকা ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।    

Advertisement

POST A COMMENT
Advertisement