scorecardresearch
 

ICC World Cup 2023 India VS Bangladesh: বিরাটকে স্লেজ করেন না মুশফিক, কেন জানেন?

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সেই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। পরপর ম্যাচ জিতে দারুণ ফর্মে থাকা ভারতের বিরুদ্ধে লড়াইটা যে একেবারেই সহজ হবে না ভালোভাবেই জানেন বাংলাদেশ ক্রিকেটাররা। সম্প্রচারকারী চ্যানেলে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম জানিয়েছেন, বিরাট কোহলিকে (Virat Kohli) স্লেজিংয়ের কথা ভাবেনই না তিনি।

Advertisement
মুসফিকুর রহিম ও বিরাট কোহলি মুসফিকুর রহিম ও বিরাট কোহলি

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সেই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। পরপর ম্যাচ জিতে দারুণ ফর্মে থাকা ভারতের বিরুদ্ধে লড়াইটা যে একেবারেই সহজ হবে না ভালোভাবেই জানেন বাংলাদেশ ক্রিকেটাররা। সম্প্রচারকারী চ্যানেলে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম জানিয়েছেন, বিরাট কোহলিকে (Virat Kohli) স্লেজিংয়ের কথা ভাবেনই না তিনি।

এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও ধারেভারে যে ভারতীয় দল যে অনেকটাই এগিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। সেখানে তিনবারই জয় এসেছে ভারতীয় দলের পক্ষে। এমন পরিস্থিতিতে বিরাট কোহলিকে স্লেজিং করে তাঁকে নাকি রাগিয়ে দিতে চাননা বাংলাদেশের এই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। জানিয়েছেন, 'বিশ্ব ক্রিকেটে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যারা স্লেজিংটাকে উপভোগ করেন এবং তাদের উদ্দেশ্যে করা স্লোজিংয়ের দ্বারা যেন আরও বেশী আত্মবিশ্বাসী হয়ে আরও বেশী আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সেই কারমে আমি কখনোও তাঁকে স্লেজ করিনা, কারণ তাতে বিরাট কোহলি আরও বেশী তেতে ওঠেন। আমি সবসময়ই বোলারদের বলি যে যত দ্রুত সম্ভব তাঁকে সাজঘরে ফেরানোর চেষ্টা করতে।'

বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। তাদের বিরুদ্ধে ২৭ ম্যাচে ১৪৩৭ রান রয়েছে বিরাট কোহলির ব্যাটে। এবার বিশ্বকাপের মঞ্চে সেই বাংলাদেশের বিরুদ্ধে নামছেন তিনি। সেখানেও বিরাট কোহলি নিজের পরিসংখ্যান বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার। 

আরও পড়ুন

মুশফিকুর রহিমের মতে বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যাঁকে স্লেজিং করা মানে ম্যাচের আগে বাড়তি অক্সিজেন যোগানো। মাঠে খেলা চলাকালীন কোনও এমন ভুলটা কখনোই করতে চাননা মুশফিকুর রহিম। বিরাট কোহলির ব্যাটে যদি রান আসতে শুরু করে, তবে কোনও প্রতিপক্ষের কাছেই যে সেটা একেবারে স্বস্তির নয় তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণের বিরাট কোহলির বিরুদ্ধে স্লেজিং না করার রাস্তাতেই হাঁটেন এই তারকা ক্রিকেটার।

Advertisement

Advertisement