বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ জিতে দারুণ জায়গায় আয়োজক টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ রোহিতরা। ভারতীয় দলে বৃহস্পতিবার খেলবেন কি তারকারা? শোনা গিয়েছিল, কয়েকজন ক্রিকেটার নাকি বিশ্রাম নিতে পারেন। তবে তা হচ্ছে না। বাংলাদেশ ম্যাচ থেকেও দুই পয়েন্ট তুলে নিতে চাইছে ভারত।
পুনেতে দলে পরিবর্তন হবে?
পুনে ম্যাচে দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। বাংলাদেশের বিরুদ্ধে আরও একজন স্পিনার খেলিয়ে লাভ হবে না। পাশাপাশি পুনের মাঠে বাউন্ডারি খুব বড় নয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাটাররা স্পিন খেলতে দক্ষ। তা হলে কি রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা পাচ্ছেন না? নিশ্চিত করে তা এখনই বলা যাবে না। কারণ বাংলাদেশ দলে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটার রয়েছেন। ফলে অশ্বিনের খেলার সম্ভাবনা কিছুটা হলেও থাকছে।
মহম্মদ শামিরও দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ভারতীয় দলের পেসাররা ভাল পারফর্ম করছেন। তবে শুরুর দিকে উইকেট পাওয়া নিয়ে কিছুটা হলেও চিন্তায় থাকতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। তবুও মহম্মদ শামিকে এখনই দলে রাখা হচ্ছে না। লম্বা টুর্নামেন্ট। ফলে পরের দিকে শামির বোলিং কাজে লাগতে পারে টিম ইন্ডিয়ার। সেই কারণে এখনই উইনিং কম্বিনেশন ভাঙছে না ভারতীয় দল।
পুনের স্টেডিয়ামে প্রচুর রান হয়। সেই কথা মাথায় রেখেই ব্যাটিং-এ গভীরতা কোনও ভাবেই কমাতে চাইছে না ভারতীয় দল। এই ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা আরও কিছুটা পরিস্কার করতে চাইছে টিম ইন্ডিয়া। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হার তাদের সামনে সুজিগ কিছুটা বাড়িয়ে দিয়েছে শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়ার। আর সেটাই কাজে লাগিয়ে পয়েন্ট ও রান রেট বাড়িয়ে নিতে চাইবে রোহিত বাহিনী। শীর্ষে থেকে শেষ করতে পারলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে ভারতীয় দল। তাতে ফাইনালে ওথার ক্ষেত্রেও সুবিধা হবে টিম ইন্ডিয়ার।