ICC World cup 2023 India VS England Match Update: ৬-এ ৬ ভারত, লখনৌয়ে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের মধুর প্রতিশোধ

এই বিশ্বকাপে পাঁচটি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। যদিও ভারতকে যদি রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করতে হয়, তাহলে সেটা তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ইংল্যান্ডের ফাস্ট বোলার, বিশেষ করে মার্ক উড এবং ক্রিস ওকস মারাত্বক হয়ে উঠতে পারেন। এমন পরিস্থিতিতে লখনউয়ের পিচে ভারতীয় ব্যাটসম্যানদের শুরুতেই সতর্ক থাকতে হবে। পরিস্থিতি ভালোভাবে বুঝে ভারতীয় ব্যাটসম্যানদের তাদের স্টাইল বদলাতে হবে।

Advertisement
৬-এ ৬ ভারত, লখনৌয়ে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের মধুর প্রতিশোধমহম্মদ শামি ও জসপ্রীত বুমরা

এই বিশ্বকাপে পাঁচটি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। যদিও ভারতকে যদি রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করতে হয়, তাহলে সেটা তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ইংল্যান্ডের ফাস্ট বোলার, বিশেষ করে মার্ক উড এবং ক্রিস ওকস মারাত্বক হয়ে উঠতে পারেন। এমন পরিস্থিতিতে লখনউয়ের পিচে ভারতীয় ব্যাটসম্যানদের শুরুতেই সতর্ক থাকতে হবে। পরিস্থিতি ভালোভাবে বুঝে ভারতীয় ব্যাটসম্যানদের তাদের স্টাইল বদলাতে হবে।

টানা ছয় ম্যাচ জিতল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জয় ভারতের। বিদায়ের মুখে ইংল্যান্ড। সেমি ফাইনালের পথে রোহিত শর্মার ভারতীয় দল। একাই চার উইকেট নিয়ে বাজিমাত মহম্মদ শামির।  

আউট আদিল রশিদ

১২২ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড, চার উইকেট নিলেন শামি। 

আট উইকেট হারাল ইংল্যান্ড

এবার উইকেট কুলদীপের। আউট লিভিংস্টোন। ৯৮ রানে ৮ উইকেট হারাল ইংল্যান্ড। আর দরকার ২ উইকেট। 

এবার উইকেট জাদেজার

৯৮ রানেই ৭ উইকেট হারাল ইংল্যান্ড। উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। আর মাত্র ৩ উইকেট দরকার টিম ইন্ডিয়ার। 

২৫ ওভার শেষ

৬ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে ইংল্যান্ড। এখনও ১৩৫ রান করতে হবে ইংল্যান্ডকে। ভারতের দরকার চার উইকেট।

৬ উইকেট হারিয়ে 

আউট মইন আলি

৮১ রানে ৬ উইকেট হারাল ইংল্যান্ড। মাত্র ৫ রানে ৩ উইকেট হারাল তাঁরা। ১৪৯ রান দরকার ইংল্যান্ডের। 

২০ ওভার শেষ

ইংল্যান্ডের রান পাঁচ উইকেট হারিয়ে ৬৮। উইকেটে টিকে রয়েছেন মইন আলি ও লিভিংস্টোন। 

আউট বাটলারও

৫২ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। এবার উইকেট কুলদীপের। বিরাট সমস্যায় ইংল্যান্ড। ৩৪ ওভারে ১৭৬ রান করতে হবে ইংল্যান্ডকে। ভারতের দরকার আর ৫ উইকেট।  

১৫ ওভার শেষ ৪ উইকেটে ৫২ রান ইংল্যান্ডের

শেষ পাঁচ ওভারে উইকেট হারায়নি ইংল্যান্ড। তাঁদের রান ৫০ পেরিয়ে গেল এই ওভারেই। আরও ১৭৮ রান দরকার ইংল্যান্ডের। হাতে ৩৫ ওভার। ভারতের চাই আরও ৬ উইকেট। 

Advertisement

১০ ওভার শেষ

৪ উইকেট হারিয়ে ৪০ রান করল ইংল্যান্ড। এখনও ১৯০ রান করতে হবে জস বাটলারদের। 

৩৯ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড

আবার উইকেট শামির। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিলেন শামি। বিরাট সমস্যায় ইংল্যান্ড। শামির বলে প্লেড অন হলেন জনি বেয়ারস্টো। 

০ রানে আউট স্টোকস

৩৩ রানেই ৩ উইকেট হারাল ইংল্যান্ড। রান না করেই ফিরতে হল স্টোকসকে। শেষ ২০ বলে মাত্র ৩ রানে ৩ উইকেট হারিয়ে বিরাট চাপে ইংল্যান্ড। স্টোকসকে বোল্ড করলেন শামি। 

এক ওভারে ২ উইকেট বুমরার

পরপর দুই বলে দুই উইকেট বুমরার। ৩০ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড। লড়াইয়ে ফেরত এল ভারতীয় দল।

২৩০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

শেষ পর্যন্ত দারুণ লড়াই করে গেলেন জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব। ৯ উইকেট হারিয়ে ভারতের রান ২২৯ রান। 

হাফসেঞ্চুরি হাতছাড়া সূর্যকুমারের

৪৯ রান করে আউট সূর্য। ২০৮ রানে আট উইকেট হারাল ভারত।

আবারও উইকেট হারাল ভারত

১৮২ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল। আবারও ব্যর্থ হলেন রবীন্দ্র জাদেজা। ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সূর্যকুমারের। 

আউট হলেন রোহিত শর্মা

১৬৪ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল। লিভিংস্টোনের বলে বড় শট খেলতে গিয়ে আউট টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ১০১ বলে ৮৭ রান করে আউট রোহিত।  

৬৬ বলে হাফ সেঞ্চুরি রোহিতের

৬৬ বল খেলে ৫০ করে ফেললেন রোহিত শর্মা। ৩ উইকেট হারিয়ে ৮৯ রান করে ফেল্ল টিম ইন্ডিয়া। রোহিতের সঙ্গে উইকেটে রয়েছেন রাহুলও।  

১৬ ওভার শেষ

৩ উইকেট হারিয়ে ৫৫ রান ভারতীয় দলের। আক্রমণ করতে শুরু করেছেন রোহিত। 

৫০ করল টিম ইন্ডিয়া

৩ উইকেট হারিয়ে ৫০ পেরল টিম ইন্ডিয়া, খেলছেন রাহুল-রোহিত।

আউট শ্রেয়াস

ক্যাচ আউট হয়ে ফিরলেন শ্রেয়াস আইয়ার। মাত্র ৪ রান করেই আউট তিনি। ৪০ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।  

১০ ওভার শেষ

১০ ওভারে ২ উইকেটে ৩৫ রান ভারতের, দারুণ শুরু ইংল্যান্ডের

০ রানে আউট বিরাট

উইকেট তুলে নিলেন ডেভিড উইলি। ৯ বল খেলে ০ রানে আউট বিরাট। ২৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে ভারত। ব্যাট করতে এলেন শ্রেয়াস আইয়ার। 

৫ ওভার শেষ

৫ ওভার শেষ ১ উইকেট হারিয়ে ভারতের রান ২৭। 

আউট হলেন গিল

ক্রিস ওকসের বলে বোল্ড হলেন গিল। ভেতরের দিকে ঢুকে আসা বলে বোল্ড হলেন টিম ইন্ডিয়ার ওপেনার। 

তৃতীয় ওভারে এল ১৮ রান

বিধ্বংসী মেজাজে রোহিত, উইলির এক ওভারে এল ১৮ রান। ৩ ওভারেই ২৩ রান টিম ইন্ডিয়ার।

প্রথম ওভার মেডেন

প্রথম ওভারে মেডেন দিলেন ডেভিড উইলি। যদিও উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। তবে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে হবে টিম ইন্ডিয়াকে। তবে প্রথম ওভারে কাঁটার মতো জায়গায় বল করে গিয়েছেন উইলি। রান আসেনি রোহিত শর্মার ব্যাট থেকে। 

ভারতীয় দলে জায়গা হল না অশ্বিনের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে দল নিয়ে টিম ইন্ডিয়া জিতেছিল, সেই দলই খেলছে রবিবারের ম্যাচে।

টসে জিতল ইংল্যান্ড

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। দলে কোনও পরিবর্তন করেনি তারা।

 

POST A COMMENT
Advertisement