scorecardresearch
 

ICC World Cup 2023 India VS England: একনা স্পিনারদের স্বর্গ, দলে অশ্বিন ফিরলে কে বাদ যাবেন?

রবিবার লখনউতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার এই দলে পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। একনায় উইকেটের ঘাস ছেটে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ফলে বল ঘুরতে পারে। সেই কারণেই রোহিত শর্মার দলে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

রবিবার লখনউতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার এই দলে পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। একনায় উইকেটের ঘাস ছেটে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ফলে বল ঘুরতে পারে। সেই কারণেই রোহিত শর্মার দলে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। 

কে আসবেন দলে?
ভারতীয় দল রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে নামতে পারে। এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে এখান থেকে ইংল্যান্ড দল যদি সমস্ত ম্যাচও জিতে যায় তা হলেও তাদের শেষ চারে যাওয়া নিশ্চিত হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। ফলে জয় ছাড়া কিছু নিয়েই ভাবছে না ইংল্যান্ড। অন্যদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য ছয়ে ছয়। বিশ্বকাপের মঞ্চে টানা ছয় ম্যাচ জিতে সেমিফাইনালের আসন সংরক্ষণ করাই রোহিত শর্মাদের প্রাথমিক কাজ। আর সেই কারণেই কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার পাশাপাশি অশ্বিনকেও সুযোগ দেওয়া হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।    

ইংল্যান্ডের বিরুদ্ধেও নেই হার্দিক
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পাওয়া হার্দিক রবিবারও খেলতে পারবেন না। তাঁর জায়গায় অশ্বিন এলে দলের ব্যাটিং আরও কিছুটা শক্তিশালী হবে। প্রয়োজনে ইনিংসের শেষদিকে ব্যাটিং-এ যথেষ্ট ভরসা দিতে পারেন অশ্বিন। পাশাপাশি স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। সেই কারণেই সেই অস্ত্র ব্যবহারের পথেই হাঁটতে চাইছেন রোহিত শর্মারা। 

আরও পড়ুন

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন অশ্বিন। এরপর ষষ্ঠ ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা তইরি হয়েছে। তা হলে কি কোপ পড়বে মহম্মদ শামির উপর? নাকি বাদ পড়তে পারেন সূর্যকুমার যাদব? গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝড়িয়েছিলেন শামি। নিয়েছিলেন পাঁচ পাঁচটি উইকেট। ফলে তাঁকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাদ যেতে পারেন স্কাই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেলেও রান পাননি তিনি।    

Advertisement

Advertisement