scorecardresearch
 

ICC World Cup 2023 India VS Netherlands: ডাচদের বিরুদ্ধে ভারতের হয়ে গলা ফাটাচ্ছেন বাংলাদেশিরা, কেন?

বিশ্বকাপে সেমিফাইনালের অঙ্ক পাকা হয়ে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া নিয়ে লড়াই দারুণ জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। রবিবারের ম্যাচ ভারতীয় দল নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেও ভারত শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে। তাই শুধু সম্মান আর জয়ের অভ্যাস জারি রেখে সেমিফাইনালে যাওয়াই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করছে বিরাটদের উপর।

Advertisement
ভারত ও বাংলাদেশ ভারত ও বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালের অঙ্ক পাকা হয়ে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া নিয়ে লড়াই দারুণ জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। রবিবারের ম্যাচ ভারতীয় দল নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেও ভারত শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে। তাই শুধু সম্মান আর জয়ের অভ্যাস জারি রেখে সেমিফাইনালে যাওয়াই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করছে বিরাটদের উপর।

বিশ্বকাপের পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সুযোগ পাবে ২০২৫ সালের এই প্রতিযোগিতায়। আয়োজক দেশ হিসাবে পাকিস্তান এমনই খেলবে। তারা বাদে বাকি সাতটি দল ঠিক হবে বিশ্বকাপের পয়েন্ট তালিকা থেকে। আটটি দলের মধ্যে ইতিমধ্যেই সাতটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। বাকি রয়েছে একটি মাত্র জায়গা। পয়েন্ট তালিকায় প্রথম সাতটি দল যথাক্রমে ভারত (১৬ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (১৪ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১৪ পয়েন্ট), নিউজিল্যান্ড (১০ পয়েন্ট), পাকিস্তান (৮ পয়েন্ট), আফগানিস্তান (৮ পয়েন্ট) ও ইংল্যান্ড (৬ পয়েন্ট)। এই সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেই। বাকি এক জায়গার জন্য লড়াইয়ে বাংলাদেশ (৪ পয়েন্ট), শ্রীলঙ্কা (৪ পয়েন্ট) ও নেদারল্যান্ডস (৪ পয়েন্ট)। এই তিনটি দলের পয়েন্ট এক হলেও নেট রানরেটে বাকি দুই দলের থেকেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাকা করতে পারেনি তারা।

ভারতের বিরুদ্ধে নেদারল্যান্ডস জিতে গেলে ৬ পয়েন্ট পেয়ে যাবে ডাচরা। আট নম্বর দল হিসেবে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা পাবে তারা। বাদ পড়তে হবে বাংলাদেশকে। রোহিতেরা জিতলে তবেই খেলার সুযোগ হবে বাংলাদেশের। রবিবার গোটা বাংলাদেশ হয়তো প্রার্থনা করবে ভারতের জয়ের। যদি কোনও কারণে বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তা হলেও ১ পয়েন্ট পাবে নেদারল্য়ান্ডস। সে ক্ষেত্রেও বাদ পড়বে বাংলাদেশ। তাই প্রকৃতির উপরে কিছুটা হলেও শাকিবদের ভাগ্য নির্ভর করছে। 

আরও পড়ুন

Advertisement

ভারতীয় দল-  রোহিত শর্মা (অধিনায়ক),  শুভমান গিল,  বিরাট কোহলি,  শ্রেয়াস আইয়ার,  কেএল রাহুল (উইকেটরক্ষক),  সূর্যকুমার যাদব,  রবীন্দ্র জাদেজা,  মহম্মদ শামি,  জসপ্রিত বুমরা,  কুলদীপ যাদব,  মহম্মদ সিরাজ

Advertisement