ICC World Cup 2023 India vs Netherlands: 'বোলাররা বড্ড খাটায়...' সেঞ্চুরি করার পর 'ক্ষোভ' রাহুলের ?

নেদারল্যান্ডের বিরুদ্ধে দারুণ সেঞ্চুরি করেছেন কেএল রাহুল। তিনি যখন ব্যাট করতে নেমেছেন তখন ২৯ ওভার হয়ে গিয়েছে ভারতের ইনিংসের। সেখান থেকে শেষ ওভার অবধি ব্যাট করে ১০২ রানের ইনিংস খেলেন ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার। শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে শতরান করার পর পঞ্চম বলে আবার বড় শট মারতে গিয়ে আউট হন। তবে শতরান করেও তাঁর দুঃখ, উইকেটকিপার হিসাবে তিনি দলের বোলারদের থেকে যথেষ্ট কৃতিত্ব পান না। রাহুল যদিও সেই কথা বলেছেন মজার ছলেই।

Advertisement
'বোলাররা বড্ড খাটায়...' সেঞ্চুরি করার পর 'ক্ষোভ' রাহুলের ?KL Rahul

নেদারল্যান্ডের বিরুদ্ধে দারুণ সেঞ্চুরি করেছেন কেএল রাহুল। তিনি যখন ব্যাট করতে নেমেছেন তখন ২৯ ওভার হয়ে গিয়েছে ভারতের ইনিংসের। সেখান থেকে শেষ ওভার অবধি ব্যাট করে ১০২ রানের ইনিংস খেলেন ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার। শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে শতরান করার পর পঞ্চম বলে আবার বড় শট মারতে গিয়ে আউট হন। তবে শতরান করেও তাঁর দুঃখ, উইকেটকিপার হিসাবে তিনি দলের বোলারদের থেকে যথেষ্ট কৃতিত্ব পান না। রাহুল যদিও সেই কথা বলেছেন মজার ছলেই।

কেএল রাহুলের ব্যাটিং নিয়ে যেমন কথা হচ্ছে তেমন ভাবেই তাঁর উইকেট কিপিং নিয়েও কথা হচ্ছে। এদিন বিরাট কোহলি যে উইকেট পেলেন তার জন্য বিরাটের কৃতিত্বর থেকেও অনেকটা বেশি কৃতিত্বের দাবিদার রাহুল। উইকেটের পেছনে দাঁড়িয়ে লেগ স্ট্যাম্পের বাইরের বল দারুণ দক্ষতায় ধরেন রাহুল। তবে শুধু বিরাটের বলে ক্যাচ ধরা নয়, সামগ্রিক ভাবেই বিশ্বকাপে রাহুলের কিপিং নিয়ে আলোচনা  হচ্ছে। ভারতের ইনিংসের পর রাহুল বলেন, 'এত বড় একটা ইনিংস খেলার পরে উইকেটকিপিং করতে সমস্যা হয় মাঝেমাঝে। কিন্তু খেলার সঙ্গে সব সময় যুক্ত থাকতে ভালবাসি। তবে বোলারেরা আমাকে বড্ড খাটায়। বিশেষত ডিআরএস নেওয়ার ক্ষেত্রে। আমার মনে হয় ডিআরএসের জন্যে ওরা আমাকে খুব বেশি কৃতিত্ব দেয় না।' 

হাসতে হাসতেই সতীর্থদের বিষয়ে মজা করে কথাগুলি বলেন রাহুল। সঞ্চালক ইয়ান স্মিথও রাহুলের কথা শুনে হেসে ফেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেঞ্চুরি করার সুযোগ ছিল ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটারের কাছে। তবে সেই সুযোগ মিস করেন তিনি। রাহুল বলেন, 'গত দুটো ম্যাচে ক্রিজে বেশি সময় কাটাতে পারিনি। তাই আজ ব্যাট করে ভাল লেগেছে। পাঁচ নম্বরে ব্যাট করলে আত্মবিশ্বাসের দরকার হয়। সেই আত্মবিশ্বাস থাকার কারণে শেষের দিকে পর পর দুটো ছয় মেরে শতরান করতে পেরেছি।' 

Advertisement

POST A COMMENT
Advertisement