কুয়াশার জেরে বন্ধ ম্যাচশীত পড়তে শুরু করে দিয়েছে উত্তর ভারতে। ফলে কুয়াশাও বাড়ছে। আর তার জেরেই বন্ধ হয়ে গেল বিশ্বকাপের ম্যাচ। রবিবার ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে ঘটে এই ঘটনা।
টানা চার ম্যাচ জিতে শীর্ষে থাকার লড়াইয়ে নেমেছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারতীয় দল। শুরুটা দারুণ করেন ভারতের বোলাররা। রান করতে পারছিলেন না কিউয়ি ব্যাটাররা। ড্যারেল মিশেল ১২৭ বলে ১৩০ রানের ইনিংস খেলে আউট হন। মহম্মদ শামির ৫ উইকেটের সৌজন্যে নিউজিল্যান্ড ২৭৩ রানেই সব উইকেট হারায়।
জবাবে ব্যাট করতে নেমে মারকাটারি শুরু করেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা। যদিও লকি ফার্গুসন বল করতে আসতেই শুরুতে রোহিত ও পরে গিল আউট হন। এরপর নেমে মারতে শুরু করেন শ্রেয়াস আইয়ারও। ভারতের ইনিংসের ১৫ ওভার ৪ বল পর প্রচন্ড কুয়াশার জন্য ম্যাচ বন্ধ করতে হয়। উইকেটে টিকে রয়েছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ২ উইকেটে ১০০ রান করে ভারত।
কিছুটা সময় পরে কুয়াশা কেটে যাওয়ায় ফের শুরু হয় ম্যাচ।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব, মহম্মদ শামি।