ICC World Cup 2023 India VS New Zealand Live Streaming: আজ ধর্মশালায় মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

আজ (রবিবার) ভারতের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। ধর্মশালায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে ভারতের সামনে বদলা নেওয়ার সুযোগ। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আবার সেই বিশ্বকাপের মঞ্চেই মুখোমুখি দুই দল।

Advertisement
আজ ধর্মশালায় মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ? ভারত বনাম নিউজিল্যান্ড

আজ (রবিবার) ভারতের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। ধর্মশালায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে ভারতের সামনে বদলা নেওয়ার সুযোগ। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আবার সেই বিশ্বকাপের মঞ্চেই মুখোমুখি দুই দল।

রবিবার দুপুর দু'টো থেকে ম্যাচ শুরু হবে। দেড়টায় টস হবে। এই ম্যাচ ফ্রিতেই দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। এই ম্যাচ টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। লাইভ দেখতে হলে ডিজনি প্লাস হটস্টার ইনস্টল করতে হবে। সেখানে ফ্রিতে দেখা যাবে ম্যাচ। লাইভ স্কোরের জন্য বা খেলা সম্পর্কিত খবরের জন্য বা সব ধরনের খবরের জন্য আপনি চোখ রাখুন bangla.aajtak.in-এর ওয়েব সাইটে। এবারের বিশ্বকাপের সমস্ত ম্যাচ ফ্রিতে দেখা যাচ্ছে হটস্টারে। 

এই ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্বকাপ ২০২৩-এর পয়েন্ট টেবিলে, ভারত এবং নিউজিল্যান্ড শীর্ষে রয়েছে এবং এখন পর্যন্ত এই দু'টি দলই এখনও একটাও ম্যাচ হারেনি। দুই দলই চাইবে সেমিফাইনালের রাস্তা পাকা করতে আজকের ম্যাচ জিততে। ভারতীয় দলে নেই হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন হার্দিক। ফলে এই ম্যাচে তিনি দলে নেই। ম্যাচের আগে চিন্তা বাড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের চোট। 

আপাতত যা খবর, সূর্য বা ঈশানের মধ্যে যিনি ফিট থাকবেন, তিনিই এই ম্যাচে জায়গা পেতে পারেন। দুজনেই খেলতে না পারলে স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন অশ্বিন।  

ভারতের বিপক্ষে খেলবেন না কেন উইলিয়ামসন। অধিনায়ক এখনও ফিট নন। ভারতের বিরুদ্ধেও খেলবেন না তিনি। উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। 

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ইশান কিশান/সূর্যকুমার যাদব/আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। 

Advertisement

POST A COMMENT
Advertisement