বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই দারুণ জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫০ রান তাড়া করে জেতার পর, শনিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। ভারতের বিরুদ্ধেও শ্রীলঙ্কার ম্যাচের মতোই আগ্রাসন দেখাবে পাকিস্তান। এমনটাই জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের নায়ক মহম্মদ রিজওয়ান।
মঙ্গলবার ১৩১ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। ম্যাচের পর বলেছেন, 'আমাদের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে। এই জয় আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। ভারতের বিরুদ্ধেও একই পরিকল্পনা নিয়ে নামব আমরা।' শুরুতে দুটো উইকেট পড়ে গেলেও কী ভাবে অত রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারালেন, তার জবাব দিতে রিজওয়ান উল্লেখ করেছেন নিজের প্রতি বিশ্বাস রাখার কথা। বলেছেন, 'রান তাড়া করে জিতব এই বিশ্বাসটা মনের মধ্যে রেখেছিলাম আমরা। শুরুতে শফিক খুবই ভাল খেলেছে। ৩৪৫ রানের মতো লক্ষ্যমাত্রা থাকলে কোনও ওপেনার যদি শতরান করে দেয়, তা হলে পরের দিকের ব্যাটারদের চাপ কমে যায় অনেকটাই।'
শেষ ২০ ওভারে আরও মারার কথা চিন্তা করেই, নিজের উইকেট রক্ষা করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। এমনটাই জানিয়েছেন রিজওয়ান। বলেন, 'ব্যাট করার পক্ষে পিচটা ভাল ছিল। তাই স্কোরবোর্ডে দিকে না তাকিয়ে শেষ ২০ ওভারে আক্রমণ করতে চেয়েছিলাম। সেই পরিকল্পনা কাজে লেগেছে।'
ভারত পাকিস্তান ম্যাচে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা
বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত-পাক ম্যাচের আগে ভরপুর বিনোদনের ব্যবস্থা থাকবে। বলিউড তারকাদের মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। শোনা গিয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন তামান্না ভাটিয়া, অরিজিৎ সিংরা। তবে তা হয়নি। শেষ মুহূর্তে বাতিল করা হয় অনুষ্ঠান। তা নিয়ে কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। সেই সময় বিসিসিআই কর্তারা জানিয়েছিলেন, বোর্ড সরকারিভাবে অনুষ্ঠানের ব্যাপারে কিছুই জানায়নি। তবে এবার ভারত-পাক ম্যাচের আগে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, অনুষ্ঠান হবে ভারত-পাক ম্যাচের দিনই। জমকালো অনুষ্ঠানের পর শুরু হবে ২২ গজের মহারণ।
বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর ১২:৪০ থেকে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হবে দুপুর ১:১০ নাগাদ। সেই সময়, দুই দলের ক্রিকেটাররা মাঠে ঢুকবেন। যদিও বলিউড তারকাদের মধ্যে কারা আসবেন তা এখনও বোর্ডের পক্ষ থেকে জানান হয়নি।