ICC World Cup 2023 India Vs Pakistan: ভারত VS পাকিস্তান ম্যাচে কমলা জার্সিতে নামবেন রোহিতরা? BCCI জানাল...

রবিবার আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। অজিদের হারানোর পর বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। তারপরেই সপ্তাহান্তে, ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি (IND vs PAK) হবে ভারতীয় দল। সেই ম্যাচেই নাকি ভারত নীল নয়, কমলা রঙের জার্সি (Indian Jersey) পরে মাঠে নামতে পারে। এমনটাই শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement
ভারত VS পাকিস্তান ম্যাচে কমলা জার্সিতে নামবেন রোহিতরা? BCCI জানাল...নীল জার্সিতে বিরাট, কমলা জার্সিতে রোহিত

রবিবার আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। অজিদের হারানোর পর বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। তারপরেই সপ্তাহান্তে, ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি (IND vs PAK) হবে ভারতীয় দল। সেই ম্যাচেই নাকি ভারত নীল নয়, কমলা রঙের জার্সি (Indian Jersey) পরে মাঠে নামতে পারে। এমনটাই শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। 

কোন জার্সি পরে নামবে ভারতীয় দল

গতবারের বিশ্বকাপে ভারতকে কমলা জার্সি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। বিশ্বকাপের অনুশীলনেও কমলা রঙের জার্সিতে দেখা গিয়েছে বিরাট, রোহিতদের। এবার সেই রঙেরই জার্সি পরে আমদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে ভারতীয় দলকে?বিসিসিআইয়ের তরফে কিন্তু এমন রিপোর্টকে একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংবাদসংস্থা এএনআই-এর কাছে মুখ খুলেছেন বিসিসিআই-এর কোষাধ্যক্ষ আশিস শেলার। তিনি বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিবর্তিত জার্সি পরে মাঠে নামার সমস্ত রিপোর্ট ভুল বলেই জানাতে চাই আমি। এই রিপোর্টগুলির মধ্যে কোনও সত্যতা নেই। কেউ নিজের মনগড়া কাহিনি গড়েছে। ভারতীয় ক্রিকেট দল নিজেদের নীল জার্সি পরেই এই বিশ্বকাপ খেলবে।'

রবিবারের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। আমেদাবাদের এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে। ফলে অল্প করে টিকিট দফায় দফায় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। রবিবারই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ১৪ হাজার টিকিট বিক্রি করার কথা বিসিসআইয়ের তরফে ঘোষণা করা হয়। বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘোষণাটি করে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা ভারত-পাক ম্যাচের টিকিট কিনতে পারবেন।  

রবিবারের ম্যাচে খেলবেন গিল?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল। ডেঙ্গি আক্রান্ত ওপেনার খেলতে পারছেন না আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভীষন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।  বিসিসিআই-এর পোস্টে বলা হয়েছে, গিল পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে চেন্নাইয়েই থাকতে বলা হয়েছে। তিনি দলের সঙ্গে দিল্লি জাচ্ছেন না। গিলকে পর্যবেক্ষণে রাখবেন মেডিকেল টিমের সদস্যরা।   

Advertisement

POST A COMMENT
Advertisement