শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত তৃতীয় ম্যাচ খেলতে নামছে। জয়ের হ্যাটট্রিক করে সেমিফাইনালের রাস্তা আরও পরিষ্কার করতে চাইছে রোহিত শর্মার ভারতীয় দল। মহালয়ার দুপুরে শুরু হবে মহারণ। বাবার আজমরাও দারুণ ছন্দে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪৪ রান তাঁরা করে ম্যাচ জিতে নিয়েছে তারা।
কখন কীভাবে দেখা যাবে ম্যাচ?
আবার ভারতীয় দল প্রথম ম্যাচে ১৯৯ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়াকে। এরপর আফগানদেরও সহজেই হারিয়েছে। ফলে দুই দলই দারুণ ছন্দে। ফলে শনিবারের ম্যাচ যে টানটান হবে তা বলাই যায়। শনিবারের ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটে থেকে। দুপুর ২টোর সময় টস হবে। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। নানা ভাষায় কমেন্ট্রি শোনার ও সুযোগ থাকছে। লাইভ স্ট্রিমিং দেখতে হলে, হটস্টারে তা দেখা যাবে। এবারের বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং দেখতে কোনও টাকা লাগছে না । অর্থাৎ একেবারে ফ্রিতেই বিশ্বকাপ দেখাচ্ছে ডিজনি প্লাস হটস্টার।
কারা পারফর্ম করবেন?
উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এই মেগা ম্যাচের আগে দারুণ অনুষ্ঠান হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পারফর্ম করতে দেখা যাবে, অরিজিৎ সিংকে। বলিউডের আরও এক তারকা পারফর্ম করবেন বলে জানিয়েছে বিসিসিআই। তিনি শঙ্কর মহাদেবন। অনুষ্ঠানে পারফর্ম করবেন শুখবিন্দর সিংও। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর ১২:৪০ থেকে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হবে দুপুর ১:১০ নাগাদ। সেই সময়, দুই দলের ক্রিকেটাররা মাঠে ঢুকবেন।
ম্যাচ ও অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই-এর গোল্ড কার্ড পাওয়া তারকাদের। সেই তালিকায় সচিন তেন্ডুলকর যেমন রয়েছেন তেমনি রয়েছেন অমিতাভ বচ্চন, রজনীকান্তের মতো তারকারাও। ভারতে আসার ছাড়পত্র পেয়ে গিয়েছেন পাকিস্তানের সাংবাদিকরাও। ২০-২৫ জন পাক সাংবাদিক এই ম্যাচে থাকতে পারেন বলে জানানো হয়েছে। শুধু তাঁরাই নন, আসতে পারেন পিসিবি-র আধিকারিকরাও। অনেকদিন আগে ভিসার আবেদন করলেও, ছাড়পত্র পাননি পাকিস্তানের সাংবাদিকরা। তা নিয়েও জোর বিতর্ক হয়েছিল। তবে ভারত-পাক ম্যাচের আগে সমস্ত বিতর্ক সরিয়ে ফেলতে চাইছে আয়োজক বিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ায় অনেক সমালোচনা শুনতে হয়েছিল বিসিসিআই-কে। তবে এবার সেই খামতি মেটাতে তৎপর বিসিসিআই।