scorecardresearch
 

ICC World Cup 2023 Ticket Black Controversy: BCCI-সভাপতি রজার বিনিকে নোটিশ কলকাতা পুলিশের

ইডেন গার্ডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিটের কালোবাজারির অভিযোগ, তদন্তের স্বার্থে এবার বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনিকে চিঠি দিল লালবাজার। সূত্রের খবর, কীভাবে ম্যাচের টিকিট ছাড়া হয়েছে, কোথায় কত টিকিট দেওয়া হয়েছে, এইসবই বিসিসিআইয়ের থেকে জানতে চায় কলকাতা পুলিশ। এছাড়াও কিছু নথিও চাওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে সেই নথি পাঠানোর কথা বলা হয়েছে।

Advertisement
রজার বিনিকে নোটিস কলকাতা পুলিশের রজার বিনিকে নোটিস কলকাতা পুলিশের

ইডেন গার্ডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিটের কালোবাজারির অভিযোগ, তদন্তের স্বার্থে এবার বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনিকে চিঠি দিল লালবাজার। সূত্রের খবর, কীভাবে ম্যাচের টিকিট ছাড়া হয়েছে, কোথায় কত টিকিট দেওয়া হয়েছে, এইসবই বিসিসিআইয়ের থেকে জানতে চায় কলকাতা পুলিশ। এছাড়াও কিছু নথিও চাওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে সেই নথি পাঠানোর কথা বলা হয়েছে।

কলকাতা পুলিশ বিসিসিআই সভাপতি রজার বিনিকে টিকিট বিক্রির তথ্য চেয়ে একটি নোটিশ জারি করেছে, একজন সিনিয়র অফিসার শনিবার সন্ধ্যায় জারি করা হয় এই নোটিশ। বিসিসিআই সভাপতিকে ময়দান থানার অফিসারের কাছে নথি জমা দিতে বোলা হয়েছে। টিকিটের কালোবাজারি সংক্রান্ত অভিযোগের তদন্তকারী অফিসার বলেন, 'বিসিসিআই সভাপতির কাছে একটি নোটিশ পাঠানো হয়েছিল,  ব্যক্তিগতভাবে বা তাঁর সংস্থার যে কোনও প্রতিনিধির মাধ্যমে টিকিট বিক্রির বিষয়ে প্রাসঙ্গিক নথি এবং তথ্য সরবরাহ করতে বলেছিল।' কলকাতা পুলিশ এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ১০৮ টি টিকিট বাজেয়াপ্ত করেছে, পাশাপাশি টিকিট কালোবাজারি করার অভিযোগে সাতটি মামলাও নথিভুক্ত করেছে।

রবিবার ৫০০ জন মানুষ আগে এলে আগে পাবেন ভিত্তিতে রাজভবনের লনে বসে বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ পাবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সাধ্যের মধ্যে দামে মানুষ আগামীকাল ম্যাচের টিকিট পাচ্ছেন না এই মর্মে বহু অভিযোগ আসায় রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে জনতা ক্রিকেট স্টেডিয়াম খোলার নির্দেশ দিয়েছেন। যাতে মানুষ রাজ ভবনের লনে বসে বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ পান।

আরও পড়ুন

এই সুযোগ পাওয়ার জন্য aamnesaamne.rajbhavankolkata@gmail.com এ মেল পাঠিয়ে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। রবিবার বেলা ১২টা নাগাদ রাজভবনের দরজা খুলবে। যে আগে পৌঁছবে সেই ভেতরে ঢুকতে পারবেন খেলা দেখার জন্য। দুপুর দুপুর দু'টো পর্যন্ত খোলা থাকবে রাজভবনের গেট! নিজের পরিচয়পত্র ও রাজভবনের অফিসিয়াল ইমেল এড্রেসে পাঠানো ইমেলের কপি নিয়ে আসলেই ভেতরে ঢুকতে পারবেন।

Advertisement

Advertisement