ICC World Cup 2023 Pakistan VS Bangladesh: আজ ইডেনে বাংলাদেশ-পাকিস্তান, মোবাইলে কীভাবে ফ্রি-তে ম্যাচ দেখতে পারেন?

বিশ্বকাপের মঞ্চে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দুই দল। এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই দুই দল। তবুও এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। পাকিস্তানের নেতৃত্বে থাকবেন বাবর আজম এবং বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন শাকিব আল হাসান। 

Advertisement
আজ ইডেনে বাংলাদেশ-পাকিস্তান, মোবাইলে কীভাবে ফ্রি-তে ম্যাচ দেখতে পারেন?বাবর আজম ও শাকিব আল হাসান

বিশ্বকাপের মঞ্চে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দুই দল। এবারের বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই দুই দল। তবুও এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। পাকিস্তানের নেতৃত্বে থাকবেন বাবর আজম এবং বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন শাকিব আল হাসান। 

বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে পাকিস্তান দল ৬ ম্যাচে ২টি জয় এবং চারটি হারের পরে চার পয়েন্ট সংগ্রহ করেছে। বাবরদের আর মাত্র তিনটি ম্যাচ বাকি আছে, যদি পাকিস্তান তাদের বাকি তিনটি ম্যাচ জেতে তাহলে তারা মাত্র ১০ পয়েন্ট পেতে পারে। যা সেমিফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট নয়। ফলে যদি বড় কোনও চমক না হয়, তা হলে বাবররা এবারে গ্রুপ পর্ব থেকেই বদায় নিচ্ছেন।  অন্যদিকে, বাংলাদেশ দলের ঝুলিতে মোট  ২ পয়েন্ট। তার মানে, তাদের শেষ ৩টি ম্যাচ জিতলে তারা ৮ পয়েন্টে পৌঁছাতে পারবে। অর্থাৎ টুর্নামেন্টে তাদের অভিযান সম্পূর্ণ শেষ বলেই ধরে নেওয়া যায়।

কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখা স্টার স্পোর্টসে। এছাড়া ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। দুপুর দু'টোর সময় শুরু হবে ম্যাচ। টস হবে দুপুর দেড়টার সময়।  

এখনও পর্যন্ত ৩৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৩টি ম্যাচ আর বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত এই দুই দল দুবার মুখোমুখি হয়েছে যার মধ্যে একবার জিতেছে পাকিস্তান আর একবার জিতেছে বাংলাদেশ। 

পাকিস্তান দলের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতেখার আহমেদ, সউদ শাকিল, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হ্যারিস রউফ, উসামা মীরা।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

Advertisement

POST A COMMENT
Advertisement