ICC World Cup 2023 Pakistan VS South Africa: ছিটকে গেলেন তারকা প্লেয়ার, বিশ্বকাপে ফের বড় ধাক্কা পাকিস্তানের

একে টানা তিন ম্যাচ হার। তার উপর নানা বিতর্ক। এর মাঝেই বাবর আজমদের সমস্যা আরও বাড়িয়ে দিল ফাস্ট বোলার হাসান আলির অসুস্থতা। শুক্রবার বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না হাসানকে। দলের অন্যতম অভিজ্ঞ পেসার অসুস্থ। 

Advertisement
ছিটকে গেলেন তারকা প্লেয়ার, বিশ্বকাপে ফের বড় ধাক্কা পাকিস্তানেরপাকিস্তান

একে টানা তিন ম্যাচ হার। তার উপর নানা বিতর্ক। এর মাঝেই বাবর আজমদের সমস্যা আরও বাড়িয়ে দিল ফাস্ট বোলার হাসান আলির অসুস্থতা। শুক্রবার বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না হাসানকে। দলের অন্যতম অভিজ্ঞ পেসার অসুস্থ। 

প্রথমে বিশ্বকাপ দলে জায়গাই পাননি হাসান। পরে এশিয়া কাপের সময় আরেক তারকা বোলার নাসিম শাহ চোট পাওয়ায়, ডাক পান হাসান। এবারের বিশ্বকাপে শুরু থেকেই তাঁকে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বল হাতে দেখা গিয়েছে। তবে বুধবার থেকেই জ্বরে আক্রান্ত হয়েছেন পাক বোলার। বৃহস্পতিবার অনুশীলনেও নামতে পারেননি তিনি। দলের চিকিৎসকও এখন হাসানকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে শুক্রবার চেন্নাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারছেন না হাসান। তাঁর জায়গায় দলে আসতে পারেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। 

ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধেও হেরে গিয়েছে পাকিস্তান। পাঁচটির মধ্যে তিনটি ম্যাচ হেরে বেশ বেকায়দায় পাক দল। বিদায়ের মুখে বাবর আজমরা। চেন্নাইয়ের ঘূর্ণি পিচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। পাকিস্তানের স্পিনারেরা এখনও পর্যন্ত সে ভাবে নজর কাড়তে পারেননি। বাবরদের কাছে এখন সব ম্যাচই মরণবাঁচন লড়াই। কোনও ম্যাচ হারলে চলবে না। এমন অবস্থায় হাসানকে না পাওয়া পাকিস্তানের চাপ আরও বাড়াবে। 

হাসান কিন্তু পাক বোলারদের মধ্যে অন্যতম সফল। পাঁচটি ম্যাচ খেলে হাসান ৮টি উইকেট নিয়েছিলেন। পাক বোলারদের মধ্যে শাহিনের পরেই এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট তাঁর। শাহিন আফ্রিদি এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে না পারলেও, হাসান আলি কিন্তু বল হাতে যথেষ্ট সফল হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও যে তিনি পাকিস্তানের বোলিংয়ের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারতেন তা বলাই বাহুল্য। কিন্তু শেষপর্যন্ত তা হল না।

POST A COMMENT
Advertisement