বিশ্বকাপে ইডেন গার্ডেনসে দেখা গেল প্যালেস্তাইনের পতাকা। পাকিস্তান–বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা ছিল। সেই ম্যাচ চলাকালীন তৈরি হল অন্য বিতর্ক। তাতে ইজরায়েল–হামাস যুদ্ধের আঁচ এসে পড়ল ক্রিকেটের নন্দনকাননে।
কী ঘটেছিল?
বিশ্বকাপ চলাকালীনই স্টেডিয়ামে প্যালেস্তাইনের পতাকা দেখিয়ে স্লোগান দেওয়ার অভিযোগ উঠল চার দর্শকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই চারজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ইডেনে ঢোকার গেটেও তাঁদের হাতে প্যালেস্তাইনের পতাকা দেখা যায়। পুলিশ সূত্রের খবর, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন চার সমর্থক বেশ কয়েকবার প্যালেস্তাইনের পতাকা দেখাতে থাকেন। প্রথমে পুলিশকর্মীরা তা বুঝতে পারেননি। পরে তা বুঝে চারজনকে আটক করে ময়দান থানার পুলিশ।
কোথা থেকে আটক করা হল?
জানা গিয়েছে ওই চার যুবকের মধ্যে দু'জন ঝাড়খণ্ডের বাসিন্দা, একজন কলকাতার একবালপুর এবং অপরজন হাওড়ার বাসিন্দা। এদের মধ্যে দুইজনকে ইডেনের ছয় নম্বর গেট থেকে আটক করা হয়েছে। আর আরও দুইজনকে আটক করা হয়েছে স্টেডিয়ামের ভেতর জি ১ ব্লক থেকে। ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের প্রতিবাদ হিসেবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচকেই বেছে নিয়েছিলেন এই চার যুবক। গত ৭ অক্টোবর থেকে হামাস গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলছে ইজরায়েলের। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে।
মঙ্গলবারের ঘটনা নিয়ে পুলিশের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, চারজনের কাছ থেকেই জানার চেষ্টা করা হচ্ছে কী উদ্দেশ্যে তারা এমন কান্ড ঘটিয়েছেন। গোটা বিষয়টাই খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। যদিও প্রশ্ন উঠছে কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে এমন বিতর্কিত ঘটনা ঘটে গেল ইডেনে? দুই যুবক যখন মাঠে ঢুকছিলেন তখন কি তাদের ভাল করে তল্লাশি করা হয়নি? পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে প্রচুর দর্শক এসেছিলেন এমনটাও নয়। এই ম্যাচেই নিরাপত্তার যদি এই অবস্থা হয়, তা হলে রবিবার ভারত- দক্ষিণ আফ্রিকা ম্যাচে কী হবে? সেই ম্যাচে তো গোটা ইডেন ভরা থাকবে।