scorecardresearch
 

ICC World Cup 2023 Shakib Al Hasan: 'টাইমড আউট' কাণ্ডের পরের দিনই বিশ্বকাপ থেকে বিদায় শাকিব, ফিরছেন দেশে

সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। তবে এর মধ্যেই জানা গেল আরও একটা খবর, বিশ্বকাপের শেষ ম্যাচে খেলছেন না শাকিব আল হাসান। আঙুলে চোট পাওয়ায় দেশে ফিরে যেতে হল বাংলাদেশ ক্যাপ্টেনকে।

Advertisement
শাকিব আল হাসান শাকিব আল হাসান

সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। তবে এর মধ্যেই জানা গেল আরও একটা খবর, বিশ্বকাপের শেষ ম্যাচে খেলছেন না শাকিব আল হাসান। আঙুলে চোট পাওয়ায় দেশে ফিরে যেতে হল বাংলাদেশ ক্যাপ্টেনকে।

সোমবারের ম্যাচের পরে বাংলাদেশ দলের ফিজিও বেজেদুল ইসলাম খান শাকিবের চোটের কথা জানিয়েছেন । তিনি বলেন, 'ব্যাট করার সময় শাকিবের আঙুলে বল লেগেছিল। ও সেটা নিয়েই ব্যাট করে। আঙুলে টেপ লাগিয়ে খেলছিল শাকিব। ব্যথা কমানোর ওষুধও খেয়েছিল। দিল্লিতে এক্স রে করানো হয় ওর। তাতে দেখা যায় যে শাকিবের আঙুলের হাড়ে চিড় ধরেছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। মঙ্গলবারই দেশে ফিরে যাবে শাকিব। সেখানে রিহ্যাব হবে ওর।'

এবারের বিশ্বকাপে এমনিতেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। আট ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে তারা। আফগানিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার পর, সোমবার শ্রীলঙ্কাকেও হারিয়ে দেয় বাংলাদেশ। এই ম্যাচের সেরা নির্বাচিত হন শাকিব। ব্যাট হাতে দারুণ কাজ করেন তিনি। শুধু বড় শট খেলা নয়, নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণভাবে জুটি গড়ে তোলেন শাকিব। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ ক্যাপ্টেন ৬৫ বলে ৮২ রান করেন। ১২টি চার এবং দু'টি ছক্কা মারেন তিনি। তাঁর ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নেয় বাংলাদেশ। শাকিব যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন বাংলাদেশ ৫৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। শাকিব ব্যাট, বলে পারফরম করে দলকে জেতান। 

আরও পড়ুন

তবে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও দারুণ ছন্দে ছিলেন শাকিব। ১০ ওভারে ৫৭ রান করে ২ উইকেট তুলে নেন শাকিব। তার জেরেই ২৭৯ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ৫৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ।

Advertisement

Advertisement