scorecardresearch
 

ICC World Cup 2023 Sourav Ganguly Jay Shah: ইডেনে জয়-সৌরভের 'দোস্তি' VIRAL, তিক্ততা মিটে গেল?

ইডেন গার্ডেনসে একসঙ্গে বসে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। বিসিসিআই সচিব জয়ের সঙ্গেই এর আগে প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন সৌরভ। তা হলে তাঁদের একসঙ্গে খেলা দেখা নিয়ে এত গুঞ্জন কেন?  ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় টার্মে রাখা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর পরিবর্তে প্রেসিডেন্ট পদে মনোনীত হন রজার বিনি। 

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ

ইডেন গার্ডেনসে একসঙ্গে বসে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। বিসিসিআই সচিব জয়ের সঙ্গেই এর আগে প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন সৌরভ। তা হলে তাঁদের একসঙ্গে খেলা দেখা নিয়ে এত গুঞ্জন কেন?  ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় টার্মে রাখা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর পরিবর্তে প্রেসিডেন্ট পদে মনোনীত হন রজার বিনি। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান বিনিই। হতাশ সৌরভ অনুরাগীরা আশা করেছিলেন, বিসিসিআই না হোক, হয়তো আইসিসি-র চেয়ারম্যান পদে দেখা যাবে দাদাকে। কিন্তু সেই স্বপ্নও সত্যি হয়নি। সেই সময় তাঁরা প্রায় সকলেই কাঠগড়ায় তুলেছিলেন জয় শাহকে। যদিও, সৌরভ এ ব্যাপারে মুখ খোলেননি। ফ্যানরা বলেছিলেন, জয় শাহের জন্যই, সৌরভকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকে এমনটাও বলতে থাকেন, সক্রিয় রাজনীতিতে আসতে না চাওয়ার খেসারতই নাকি দিতে হয়েছে বাংলার মহারাজকে। শোনা জাচ্ছিল, ক্রিকেট থেকে সৌরভকে রাজনীতিতে নামানোর চেষ্টা করেছিল বিজেপি। তাঁকে মুখ করেই নাকি রাজ্যে নির্বাচনী অঙ্ক সাজিয়েছে বিজেপি। সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়তেই প্রতিহিংসার মুখে পড়তে হয়েছে সৌরভকে।  এক্ষেত্রেও মুখ খোলেননি ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। রাজনীতিতে আসার জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন বাপি বাড়ি যা ঢঙে।

কিছুদিন আগেই আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ। সেখান থেকেই শালবনীর কারখানা নতুন করে শুরু করার ঘোষনাও করে দিয়েছেন প্রিন্স অফ ক্যালকাটা। তা নিয়েও যথেষ্ট আলোড়ন পড়ে গিয়েছিল। তবে এবারেও রাজনীতির ব্যাপারটা উড়িয়ে দেন সৌরভ। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সিএবি-তে আনাগোনা বেড়েছে। টিকিট বিতর্কে দাদা স্নেহাশিসের পাশে দাড়িয়েছেন। ইডেনের উইকেট দেখে এসেছেন ম্যাচের একদিন আগেই। ক্রিকেট প্রশাসনে না থেকেও, প্রবলভাবে ২২ গজের সঙ্গে জড়িয়ে রয়েছেন দাদা। হাজার কাজের ব্যস্ততার মাঝেও ক্রিকেটে নজর রেখেছেন সৌরভ। 

Advertisement

তবে রবিবার ইডেনে সৌরভ-জয়ের সাক্ষাৎ জল্পনা উস্কে দিয়েছে, অবশেষে কি সম্পর্কের শীতলতা ঘুচল? আবারও বিসিসিআই বা আইসিসি-র কোনও পদে দেখা যাবে সৌরভকে?  

আরও পড়ুন

Advertisement