scorecardresearch
 

ICC World Cup 2023: 'শামি বিশ্বকাপের সেরা,' বাংলার পেসারের পারফর্ম্যান্সে মুগ্ধ সৌরভ

একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছে ভারতীয় দল। এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। তবে সেমিফাইনালে কাদের সঙ্গে ম্যাচ পড়বে তা এখনও পরিস্কার নয়। যদিও সৌরভ গঙ্গোপাদ্যায় জানিয়ে দিলেন ভারতের সামনে শেষ চারের লড়াইয়ে কাকে চান? পাশাপাশি জানিয়ে দিলেন মহম্মদ শামিই এই মুহূর্তে বিশ্বের সেরা জোরে বোলার।

Advertisement
মহম্মদ শামি ও সৌরভ গঙ্গোপাধ্যায় মহম্মদ শামি ও সৌরভ গঙ্গোপাধ্যায়

একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছে ভারতীয় দল। এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। তবে সেমিফাইনালে কাদের সঙ্গে ম্যাচ পড়বে তা এখনও পরিস্কার নয়। যদিও সৌরভ গঙ্গোপাদ্যায় জানিয়ে দিলেন ভারতের সামনে শেষ চারের লড়াইয়ে কাকে চান? পাশাপাশি জানিয়ে দিলেন মহম্মদ শামিই এই মুহূর্তে বিশ্বের সেরা জোরে বোলার।

বৃহস্পতিবার কলকাতার যাদবপুর ক্যাম্পাসের মাঠে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনের ফাঁকে সৌরভ বলেন, 'শামি বিশ্বের সেরা।' প্রথম চার ম্যাচে সুযোগ না পেলেও দারুণভাবে ফিরে এসেছেন শামি। নিয়েছেন ১৬ উইকেট। তাও মাত্র চার ম্যাচে। দুইবার নিয়েছেন পাঁচ উইকেট। ফলে তাঁকে সেরা বোলা হবে সেটাই স্বাভাবিক। পাশাপাশি সেমিফাইনালে কোন দলকে প্রতিপক্ষ হিসেবে চান তাও জানিয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বলেন, 'আমি চাই ভারত-পাকিস্তান খেলা হোক ইডেনে।'

এখন প্রশ্ন হল, ভারত শীর্ষে থাকায় প্রথম সেমিফাইনালে খেলবে। সেক্ষেত্রে তো ম্যাচ হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়েতে। তবে ইডেনে কি করে সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া? আসলে পাকিস্তান শেষ চারে উঠলে মুম্বই নয়, ম্যাচ হবে কলকাতায়। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইতে। তাই ভুল বলছেন না সৌরভ। দিল্লি ক্যাপিটালস মেন্টরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল হলে মানসিক চাপ পড়বে না? সৌরভ কিন্তু বললেন, 'কিচ্ছু হবে না।'

আরও পড়ুন

টানা আট ম্যাচ জয়, এটা কি ভারতীয় দলকে আত্মতুষ্ট করে দিতে পারে? সৌরভের সটান জবাব, 'আমি তো আটটা হেরে সেমিফাইনাল যেতে চাই না। তাই না? তাই এই সমস্ত সমস্যা হবে না।' দিল্লির অনুশীলনে এদিন দেখা গেল ঋষভ পন্তকে। চোট সারিয়ে তিনি এবারের আইপিএল-এ ফিরছেন।

পন্তের ফিটনেস নিয়ে সৌরভ বলেন, 'ও সুস্থ হচ্ছে প্র্যাক্টিসে নামতে কিছুটা সময় লাগবে। তবে আইপিএল খেলবে।' বেশ কিছুটা সময় পন্তের সঙ্গে আলোচনা করতে দেখা যায় সৌরভকে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'ও দলের ক্যাপ্টেন। তাই ওর সঙ্গে দলের ব্যাপারে কথা বললাম। নিলাম আছে। তাই ওর সঙ্গে আলোচনা করলাম।' গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন ভারতের উইকেট কিপার ব্যাটার। ফলে আইপিএল তো বটেই, এবারের বিশ্বকাপেও জায়গা পাননি পন্ত। তবে সুস্থ হয়ে উঠছেন তিনি।  

Advertisement

Advertisement