ICC World Cup 2023 South Africa VS Netherlands: বিশ্বকাপে আবার 'অঘটন', দঃ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস

নেদারল্যান্ডের বিরুদ্ধে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বেশ বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় ম্যাচের শুরু থেকে বৃষ্টি হওয়ায় কম ওভারের খেলা হয়। ৪৩ ওভারের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে ডাচরা।

Advertisement
বিশ্বকাপে আবার 'অঘটন', দঃ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডসদক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস

নেদারল্যান্ডের বিরুদ্ধে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বেশ বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা ঘটেই গেল।  রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় ম্যাচের শুরু থেকে বৃষ্টি হওয়ায় কম ওভারের খেলা হয়। ৪৩ ওভারের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে ডাচরা।

শুরুটা একেবারেই ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। পরপর উইকেট হারাতে থাকে তারা। একটা সময় ৮২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকেন ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন তিনি। রোলেফ ভ্যান ডার মারউই ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেন। আর একদম শেষ দিকে ভারতীয় বংশোদ্ভূত আরিয়ান দত্ত মাত্র ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

৪৩ ওভারে ২৪৫ রান তাড়া করা একেবারে মুখের কথা নয়। যদিও টি২০-র যুগে কোনও রানই নিরাপদ নয়। দক্ষিণ আফ্রিকার হয়ে দু'টি করে উইকেট তুলে নিয়েছেন লুঙ্গি এনগিড়ি, মার্কো জ্যানসন, কাগিসো রাবাডা। একটি করে উইকেট পেয়েছেন গেরাল্ড কয়েটজি ও কেসব মহারাজ। লুঙ্গি ও রাবাডা মার খেয়েছেন এই দিন। এমনিতে পরপর ম্যাচ জিতে দারুণ জায়গায় রয়েছে প্রোটিয়ারা। তবে নেদারল্যান্ডের বিরুদ্ধে হার তাদের বড় ধাক্কা দেবে সন্দেহ নেই। 

জবাবে ব্যাট করতে নেমে বেশ বেকায়দায় পড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ফর্মে থাকা কুইন্টন ডি কক ২২ বলে ২০ রান করলেও ক্যাপ্টেন তেম্বা বাভুমা সহ গোটা টপ অর্ডার ব্যর্থ হয়। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়িয়ে থাকা দলকে টেনে তোলেন  এদিন ভ্যান ডার ডুসেন আউট হন  ৪ রান করে। মার্করাম ১ রানের বেশি যোগ করতে পারেননি।ক্লাসেন ২৮ বলে ২৮ রান করে আউট হন। ডেভিড মিলার ৫২ বলে ৪২ রান করে আউট হতেই আশা শেষ হয় দক্ষিণ আফ্রিকার। কর্জি ২২ রান করে আউট হন। তিনি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা যথেষ্ট ছিল না। 

Advertisement

POST A COMMENT
Advertisement