ICC World Cup 2023 Virat Kohli Century: আবার সেঞ্চুরি, সচিনের সামনেই রেকর্ড ভেঙে প্রণাম কোহলির

দুর্দান্ত সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সেঞ্চুরির হিসেবে মুম্বইয়ে সচিনের ঘরের মাঠে তাঁর সামনেই এই রেকর্ড গড়ে ফেললেন কিং কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ টা সেঞ্চুরি করে ফেললেন কিং কোহলি।

Advertisement
আবার সেঞ্চুরি, সচিনের সামনেই রেকর্ড ভেঙে প্রণাম কোহলিরVirat Kohli has created a record by registering most runs in an One Day International edition of the cricket World Cup.

দুর্দান্ত সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সেঞ্চুরির হিসেবে মুম্বইয়ে সচিনের ঘরের মাঠে তাঁর সামনেই এই রেকর্ড গড়ে ফেললেন কিং কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ টা সেঞ্চুরি করে ফেললেন কিং কোহলি।

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়ে ফেললেন তিনি। শুধু এই রেকর্ড নয়, বিশ্বকাপে রান সংখ্যার নিরিখেও সচিনকে টপকে গিয়েছেন বিরাট। এবারের বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৭২ রান। এর আগে সচিনের ছিল এই রেকর্ড। বিশ্বকাপে এর আগে এক বিশ্বকাপে ৬৭২ রান করেছিলেন সচিন।     

POST A COMMENT
Advertisement