India Vs England 2nd Test: ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে বেন স্টোকস নিজের খাতাও খুলতে পারেননি। তিনি মহম্মদ সিরাজের প্রথম বলেই কট বিহাইন্ড আউট হন। দ্বিতীয় ইনিংসে সেট হয়েও উইকেট হারান তিনি। দ্বিতীয় ইনিংসে অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর বেন স্টোকসকে আউট করেন। বলা ভাল ভারতীয়দের স্পিন স্ট্র্যাটেজির সামনে তাঁকে অসহায় দেখায়।
বেন স্টোকস এমনই এক ফাঁদে পা দেন
দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসকে আউট করার জন্য ভারতীয় দল একটি বিশেষ কৌশল গ্রহণ করে। পঞ্চম দিন লাঞ্চের ঠিক আগে বেন স্টোকস আউট হয়ে যান। ভারতীয় অধিনায়ক শুভমান গিল প্রথমে চেয়েছিলেন নীতিশ কুমার রেড্ডিকে বল করাতে, কিন্তু তা শেষ মুহূর্তে তিনি তার কৌশল পরিবর্তন করে ওয়াশিংটন সুন্দরকে ডাকেন। এটি করা হয়েছিল কারণ ভারতীয় দল মধ্যাহ্নভোজের আগে যতটা সম্ভব ওভার বল করতে চেয়েছিল।
ওয়াশিংটন সুন্দরের প্রথম ওভারের শেষ বলে, ঋষভ পন্থ চেয়েছিলেন বেন স্টোকস যেন একটি রান নেন যাতে রবীন্দ্র জাদেজা স্টোকসের বিরুদ্ধে পরের ওভার বল করার সুযোগ পান, কিন্তু তা হয়নি। জাদেজা ১০০ সেকেন্ডেরও কম সময়ে ওই ওভারটি শেষ করেন। এর ফলে, লাঞ্চের আগে সুন্দর আরেকটি ওভার করার সুযোগ পান। সেই ওভারে, তিনি তৃতীয় বলে বেন স্টোকসকে এলবিডব্লিউ আউট করেন।
ওয়াশিংটন সুন্দরের বল হাওয়ায় ঢুকে মিডিয়াম পেস বলের মতো বেন স্টোকসের প্যাডে লেগে ব্যাটে লেগে যায়। স্টোকস বলটি ডিফেন্ড করতে চেয়েছিলেন কিন্তু এত দ্রুত হাওয়ায় সুইং করে স্পিনারের বল ঢুকবে তা তিনি বুঝতেই পারেননি। স্টোকস যদিও রিভিউ নেন, কিন্তু তা কাজে লাগেনি। এই ইনিংসে স্টোকস ৭৩ বলে ৬টি চারের সাহায্যে ৩৩ রান করেন। স্টোকস আউট হওয়ার সঙ্গেই আম্পায়ার লাঞ্চ ঘোষণা করে দেন। লাঞ্চের পর সুন্দর সেই ওভারের বাকি তিনটি বল করেন।
এজবাস্টন টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা বৃষ্টির কারণে প্রভাবিত হয়। বৃষ্টির কারণে খেলাটি ১ ঘন্টা ৪০ মিনিট দেরিতে শুরু হয়। ম্যাচে, ভারতীয় দল ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য রেখেছিল, যা তাড়া করতে নেমে ইংরেজ ব্যাটসম্যানরা অসহায় দেখাচ্ছিল। যখনই তাঁরা বুঝতে পেরে যায়, এই রান তাড়া করা সম্ভব নয়, তখনই তাঁরা আর ডিফেন্স করতে পারেনি।