KL Rahul Ind Vs England 3rd Test: লর্ডসে সেঞ্চুরি করে রেকর্ডের ফুলঝুরি কেএল রাহুলের

KL Rahul Ind Vs England 3rd Test: রাহুল এখন লর্ডসে দুই বা ততোধিক শতরান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান। শুধু তাই না, তিনি চতুর্থ বিদেশি ওপেনার যিনি লর্ডসে দুটো টেস্ট শতরান করেছেন। তার আগে এই তালিকায় ছিলেন বিল ব্রাউন (অস্ট্রেলিয়া), গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ), ও গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)।

Advertisement
লর্ডসে সেঞ্চুরি করে রেকর্ডের ফুলঝুরি কেএল রাহুলেরলর্ডসে সেঞ্চুরি করে রেকর্ডের ফুলঝুরি কেএল রাহুলের

KL Rahul Ind Vs England 3rd Test: লর্ডসে ফের একবার রাহুল ম্যাজিক। ক্রিকেটের মক্কা বলা হয় এই লর্ডসকে। আর সেই মাঠেই ফের একবার নিজের ধ্রুপদী ও ধৈর্যশীল ব্যাটিংয়ে সকলকে মুগ্ধ করেন কেএল রাহুল। ২০২১ সালের পর ২০২৫-এ আবারও সেই একই মাঠে, একই প্রতিপক্ষ ইংল্যান্ড, এবং আবারো এক দুর্দান্ত শতরান! রাহুল যেন লর্ডসের রান মেশিন হয়ে উঠেছেন।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ওপেনার হিসেবে কে এল রাহুল ১৭৬ বলে ১৩টি বাউন্ডারির সাহায্যে তুলে নেন নিজের ১০ম টেস্ট শতরান। তবে দুর্ভাগ্যবশত, ঠিক শতরান করার পরের বলেই আউট হয়ে যান তিনি। তাকে ফেরান ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির।

এই ইনিংস শুধু একটা সেঞ্চুরি না, এটা রাহুলের রেকর্ড বইয়ের এক নতুন অধ্যায়ও। লর্ডসে এটি তার টানা দ্বিতীয় টেস্ট শতরান। ২০২১ সালের অগাস্ট মাসেও এই মাঠেই ১২৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এই কীর্তির মাধ্যমে রাহুল আরেক কিংবদন্তী দিলীপ বেঙ্গসরকারের পাশে বসলেন। যিনি লর্ডসে ৩টি শতরান করেছিলেন এবং এখনও পর্যন্ত সেই রেকর্ড কোনো বিদেশি ব্যাটসম্যান ভাঙতে পারেননি। এই ম্যাচে তিনি আরেকবার সুযোগ পাবেন ব্যাট করার। সেখানে যদি সেঞ্চুরি করতে পারেন, তাহলে তিনি একাসনে বসতে পারবেন।

রাহুল এখন লর্ডসে দুই বা ততোধিক শতরান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান। শুধু তাই না, তিনি চতুর্থ বিদেশি ওপেনার যিনি লর্ডসে দুটো টেস্ট শতরান করেছেন। তার আগে এই তালিকায় ছিলেন বিল ব্রাউন (অস্ট্রেলিয়া), গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ), ও গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)।

বিদেশে রাহুলের রাজত্ব
রাহুলের ১০টি টেস্ট শতরানের মধ্যে ৯টিই বিদেশে! ইংল্যান্ডেই তিনি করেছেন ৪টি শতরান, দক্ষিণ আফ্রিকায় ২টি, আর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এই চার জায়গায় একটি করে। এমন বিরল কীর্তি আগেই করেছেন মাত্র দুজন। ইংল্যান্ডের কেন ব্যারিংটন এবং ভারতের মহিন্দর অমরনাথ।

পন্থ-রাহুল জুটি
এই টেস্টে কে এল রাহুল ও ঋষভ পন্থ মিলে ১৪১ রানের একটি দারুণ পার্টনারশিপ গড়েন। এটা ছিল ইংল্যান্ডের মাটিতে তাদের তৃতীয় শতরানের জুটি। যেটা এখন পর্যন্ত কোনও ভারতীয় জুটির মধ্যে সর্বাধিক। এর আগে ২০১৮ সালে ওভালে ২০৪ রান ও ২০২৫-এর লিডসে ১৯৫ রানের জুটি গড়েছিল এই দুজন।

Advertisement

এই শতরান যেন শুধু একটা সংখ্যা না, বরং নিজের ক্লাস, ধৈর্য্য আর আন্তর্জাতিক মঞ্চে বারবার নিজেকে প্রমাণ করার এক জ্বলন্ত উদাহরণ। কে এল রাহুল আরও একবার প্রমাণ করলেন, বিদেশে টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনি একজন ভরসার নাম।

 

POST A COMMENT
Advertisement