Tilak Verma India Vs England: আর্চার-উডদের ধ্বংস করে, একার হাতে ইংরেজদের কাছ থেকে জয় ছিনিয়ে নিলেন তিলক

Tilak Verma India Vs England: আগের ম্যাচের টপ পারফরমার অভিষেক শর্মা, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল সবাই ব্য়র্থ। তিলককে একমাত্র কিছুটা ভরসা দেন ওয়াশিংটন সুন্দর। তিনিও পরে আউট হয়ে যান। শেষে রবি বিষ্ণোইকে সঙ্গে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নেন তিনি।

Advertisement
আর্চার-উডদের ধ্বংস করে, একার হাতে ইংরেজদের কাছ থেকে জয় ছিনিয়ে নিলেন তিলকআর্চার-উডদের ধ্বংস করে, একার হাতে ইংরেজদের কাছ থেকে জয় ছিনিয়ে নিলেন তিলক

Tilak Verma India Vs England: গোটা ভারতীয় দলকে প্রায় পরাস্ত করে ফেললেও একা তিলকে আটকে গেল ইংরেজ বাহিনী। ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থেকে ঠান্ডা মাথায় হাল ধরে জয়ের নৌকো পারে ভিড়োলেন। ভারতের সামনে জয়ের টার্গেট ছিল ১৬৬ রানের। তবে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে টপ অর্ডারের ব্য়র্থতায় চাপে পড়ে গিয়েছিল ভারত।

একে একে উইকেট পড়তে থাকায় বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। আগের ম্যাচের টপ পারফরমার অভিষেক শর্মা, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল সবাই ব্য়র্থ। তিলককে একমাত্র কিছুটা ভরসা দেন ওয়াশিংটন সুন্দর। তিনিও পরে আউট হয়ে যান। শেষে রবি বিষ্ণোইকে সঙ্গে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নেন তিনি।

৯.১ ওভারে ৭৮ রানে পড়ে পঞ্চম উইকেট। সেখান থেকে অবস্থা কিছুটা সামাল দেন তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর। ১৭ ওভারের শেষ বলে ১৪৬ রানে অষ্টম উইকেট হারায় ভারত। সেখান থেকে চার বল বাকি থাকতে ভারতকে ২ উইকেটে জয় এনে দিলেন তিলক বর্মা। তিনে নেমে তিনি চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকলেন।

সঞ্জু স্যামসন ৭ বলে ৫, অভিষেক শর্মা ৬ বলে ১২, অধিনায়ক সূর্যকুমার যাদব ৭ বলে ১২, ধ্রুব জুরেল ৫ বলে ৪, হার্দিক পাণ্ডিয়া ৬ বলে ৭ রান করেন। ১৯ বলে ২৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। অক্ষর প্যাটেল ২, অর্শদীপ সিং ৬ রান করেন। ৫ বলে ৯ রানে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই, মেরেছেন ২টি চার।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম ব্রাইডন কার্স। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনটি উইকেট নেন। ১টি করে উইকেট পান জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রশিদ, জেমি ওভার্টন ও লিয়াম লিভিংস্টোন। আর্চার ৪ ওভারে ৬০ রান দেন। আদিল রশিদ ৪ ওভারে দেন মাত্র ১৪।

শনিবার চিপকে টস জিতে প্রত্যাশিতভাবেই আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। স্পিন সহায়ক পিচে বাটলার এবং কার্সের লড়াকু ইনিংসে ভর করে ১৬৫ রান তুলল ইংল্যান্ড। বাটলার করলেন ৪৫ রান। শেষদিকে কার্স ১৭ বলে ৩১ রান করেন। ইডেনের তুলনায় ভারতীয় স্পিনারদের মোকাবিলায় এদিন বেশি সাবলীল দেখাল ইংরেজ ব্যাটারদের। তা সত্ত্বেও অক্ষর প্যাটেল ৩২ রান দিয়ে দুটি উইকেট তুললেন। ৩৮ রান দিয়ে দুই উইকেট পেলেন বরুণ চক্রবর্তীও।

Advertisement

১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বিশ্রী হয় ভারতের। আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা অভিষেক শর্মা মাত্র ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। দ্রুত ফিরে যান সঞ্জু স্যামসনও। সূর্যকুমার যাদবও ফেরেন মাত্র ১২ রান করে। ব্যর্থ হন ধ্রুব জুরেল এবং হার্দিক পাণ্ডিয়াও। একটা সময় ৭৮ রানে পাঁচ উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে ঘুরে দাঁড়ান তিলক বর্মা। সুন্দর ২৬ রান করে আউট হওয়ার পর ফের চাপে পড়ে যায় ভারত। টেলএন্ডারদের সঙ্গী করে লড়াই চালিয়ে যান তিলক বর্মা। শেষে রবি বিষ্ণোইকে সঙ্গী করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

POST A COMMENT
Advertisement