Ind vs Eng: ব্যাট করতে নামার আগে আকাশদীপকে বিশেষ টিপস রাহুলের, কী বলেছিলেন?

ওভালে তৃতীয় দিনের ম্যাচে আলোচনায় আকাশদীপ। বোলিং নয়, রীতিমত টপ অর্ডার তারকার মতো ব্যাটিং করে ভারতকে নিয়ে গিয়েছেন নিরাপদ জায়গায়। হাফসেঞ্চুরির পর তাঁকে বাহবা দেয় গোটা স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও উচ্ছ্বাস চোখে পড়ে। কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটে ওঠে। বাহবা দিয়েছেন ক্যাপ্টেন গিলও।

Advertisement
ব্যাট করতে নামার আগে আকাশদীপকে বিশেষ টিপস রাহুলের, কী বলেছিলেন?

ওভালে তৃতীয় দিনের ম্যাচে আলোচনায় আকাশদীপ। বোলিং নয়, রীতিমত টপ অর্ডার তারকার মতো ব্যাটিং করে ভারতকে নিয়ে গিয়েছেন নিরাপদ জায়গায়। হাফসেঞ্চুরির পর তাঁকে বাহবা দেয় গোটা স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও উচ্ছ্বাস চোখে পড়ে। কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটে ওঠে। বাহবা দিয়েছেন ক্যাপ্টেন গিলও।

বিসিসিআইয়ের এক ভিডিওয় গিল বলেন, 'আমার মনে হয় আকাশের এই ৬৬ রান কোনও সেঞ্চুরির চেয়ে কম কিছু নয়।' নাইট ওয়াচম্যান হিসেবে নেমেও যশস্বীর সঙ্গে আকাশদীপের পার্টনারশিপে ওঠে ১০৭ রান। আর এতে ভর করেই দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান তুলে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য রাখে ভারত। 

ড্রেসিংরুমের গল্প ফাঁস করে গিল বলেন, 'অনেক দিন ধরেই আমাদের মধ্যে আলোচনা চলছে। সেখানে টেল এন্ডারদের বহুবার বলা হয়েছে, 'তোমরাও ব্যাটিংয়ে একটু অবদান রাখো বন্ধু'। আর কী বলি! আকাশ এর জবাব দিয়েছে।' আরও একজন বাংলার বোলারের ইনিংসে খুব খুশি। তিনি হলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। আকাশদীপ যখন হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তখন, গিলরা তাঁকে হেলমেট খুলে সেলিব্রেট করতে বললেও, পাশে দাঁড়িয়ে সীতাংশু তাঁকে উইকেটে থাকতে নির্দেশ দিতে থাকেন। দিনের শেষে এই ইনিংস নিয়ে তাঁর মন্ত্যব্য, 'আকাশকে বলেছিলাম, 'যদি তুমি নাগালের মধ্যে বল পাও, তাহলে শুধু মারবে। জোর করে ডিফেন্স কোরো না। কারণ শেষ দু'টি ইনিংসে তুমি ডিফেন্স করতে করতে আউট হয়েছ।' 

সতীর্থ কেএল রাহুল বলছেন, 'আকাশকে বলেছিলাম নিজেকে ব্যাটারের মতো ভাবতে।' তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডকে ধাক্কা দেন মহম্মদ সিরাজ। জ্যাক ক্রলিকে ১৪ রানের মাথায় বোল্ড করেন তিনি। ইংল্যান্ডের রান এক উইকেট হারিয়ে ৫০। চতুর্থ দিন রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। এই ম্যাচ জিতলেই বিলেত থেকে সিরিজ অমীমাংসিত রেখে দেশে ফিরবে ভারত। 

POST A COMMENT
Advertisement