scorecardresearch
 

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে 'লাস্ট ওয়ার্নিং' দিল ICC, যা ঘটল দুবাইয়ে

ICC Champions Trophy Schedule: আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠকটি ৫ ডিসেম্বরে অল্প সময়ের জন্য হয়েছিল। বৈঠকে কয়েক মিনিটের মধ্যে টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়। এই সময়ে আইসিসি সদস্যরা মনে করেন যে টুর্নামেন্টের সময়সূচী ক্রমাগত স্থগিত হচ্ছে। বিষয়টি আর এগোচ্ছে না। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) শেষ সতর্কবার্তা দিলেন তিনি। 

Advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে 'লাস্ট ওয়ার্নিং' দিল ICC, যা ঘটল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে 'লাস্ট ওয়ার্নিং' দিল ICC, যা ঘটল দুবাইয়ে

ICC Champions Trophy Schedule:  ২০২৫ এর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আইসিসি মিটিং লাগাতার চলছে। ৫ ডিসেম্বর এই মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু ও আরও একবার এটি পিছিয়ে দেওয়া হয়েছে। এখন এই মিটিং ৭ ডিসেম্বর শনিবার হবে অর্থাৎ পাকিস্তানে হবে, অথবা এই টুর্নামেন্টের হাইব্রিড মডেল অনুযায়ী করানো হবে, তা পরিষ্কার হয়ে যাবে।

আসলে এই নিয়ে আইসিসির এই মিটিং ৫ ডিসেম্বর কিছু সময়ের জন্য হয়েছে। কয়েক মিনিটের এই বৈঠকে টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়। এই সময়ে আইসিসি সদস্যদের মনে হয় যে টুর্নামেন্টের শিডিউল লাগাতার পিছিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা ঠিকমতো এগোচ্ছে না। এই পরিস্থিতিতে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে।

আইসিসি পরিষ্কার শব্দে বলে দিয়েছে যে পাকিস্তানের কাছে হাইব্রিড মডেল করা ছাড়া আর কোনও অপশন নেই। অর্থাৎ পৃথিবীর কাছে একটাই রাস্তা বেঁচে রয়েছে। তারা হাইব্রিড মডেল মেনে নিক। আইসিসি এখন পিসিবিকে বলেছে যে পরবর্তী মিটিংয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত তাদের জানিয়ে দিতে হবে।

হাইব্রিড মডেল রিজেক্ট করেছে পাকিস্তান
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে নিজেদের হাইব্রিড মডেলের প্রতি আপত্তি জানিয়েছে। এই টুর্নামেন্টের এবারের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত যেহেতু পাকিস্তানে কোনওভাবেই খেলতে যেতে চায় না, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা মানতে বাধ্য। ভারতকে ছাড়াই টুর্নামেন্ট জৌলুসবিহীন হয়ে যাবে এবং আইসিসি এই টুর্নামেন্ট করে যে লাভের আশা করেছে, তা হয়তো হবে না। সে কারণে পাকিস্তানকে রাজি করানোর চেষ্টা চলছে। এদিকে পাকিস্তানি হাইব্রিড মডেল নিয়ে আলোচনা করলেও এখনও পর্যন্ত কোন সদুত্তর দিতে পারেনি।

এই বিষয়টি নিয়ে পিসিবি সম্প্রতি ভারত এবং আইসিসিকে ঝটকা দেওয়ার চেষ্টা করেছে। পিসিবি হাইব্রিড মডেল রিজেক্ট করে দিয়েছে পাকিস্তানি বোর্ড। আই সি সিকে তারা জানিয়েছে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের অনুযায়ী করানো হয়, তাহলে পাকিস্তান পরবর্তীতে কোনও আইসিসি টুর্নামেন্টে ভারতে খেলবে না। কিন্তু এখন আইসিসি আলোচনার পর পাকিস্তানকে আল্টিমেটাম দিয়ে দিয়েছে পিসিবির কাছে এখন হাইব্রিড মডেল স্বীকার করা ছাড়া আর কোনও উপায় নেই।হয়তো তারা খেলবে এবং হাইব্রিড মডেল টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হবে। অথবা তাদের বাদ দিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করতে পারে। হাইব্রিড মডেল মেনে নিলে ভারতের ম্যাচগুলি দুবাইতে হতে পারে।

Advertisement


 

Advertisement