Ind vs Sa 1st T20I: ২৮ বলে ৫৯ রানের ইনিংস হার্দিকের, দঃ আফ্রিকার সামনে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

দুর্দান্ত ইনিংস হার্দিক পান্ডিয়ার। ২৮ বলে ৫৯ তান করে নট আউট টি২০-র প্রাক্তন ক্যাপ্টেন। ভারতের রান একটা সময় মনে হচ্ছিল, ভারতের রান ১৫০ হলেই অনেক। সেখান থেকে হার্দিক খেলা ঘুরিয়ে দিলেন। একের পর এক ছক্কা-চারে ভারতের রান পৌছালো ১৭৫-এ। লড়াই করার পরিস্থিতি তৈরি করে দিলেন।

Advertisement
২৮ বলে ৫৯ রানের ইনিংস হার্দিকের, দঃ আফ্রিকার সামনে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারতহার্দিক পান্ডিয়া

দুর্দান্ত ইনিংস হার্দিক পান্ডিয়ার। ২৮ বলে ৫৯ তান করে নট আউট টি২০-র প্রাক্তন ক্যাপ্টেন। ভারতের রান একটা সময় মনে হচ্ছিল, ভারতের রান ১৫০ হলেই অনেক। সেখান থেকে হার্দিক খেলা ঘুরিয়ে দিলেন। একের পর এক ছক্কা-চারে ভারতের রান পৌছালো ১৭৫-এ। লড়াই করার পরিস্থিতি তৈরি করে দিলেন।

কটক টি-টোয়েন্টিতে ভারতের শুরুটা খুব খারাপ ছিল। লুঙ্গি এনগিডির বলে প্রথম ওভারে শুভমান গিল মাত্র ৪ রান করে আউট হন। এর কিছুক্ষণ পরেই অধিনায়ক সূর্যকুমার যাদবও ১১ রান করে লুঙ্গির বলে আউট হন। ছয় ওভার পর ভারতের স্কোর ছিল ৪০-২। সপ্তম ওভারে অভিষেক শর্মা ১৭ রান করে আউট হওয়ার পর ভারত তৃতীয় ধাক্কা খায়। এরপর তিলক ভার্মা এবং অক্ষর প্যাটেলের মধ্যে ভালো জুটি গড়ে ওঠে। তবে, তিলক ভার্মা ১২তম ওভারে ২৬ রান করে আউট হন। ১৪তম ওভারে অক্ষর প্যাটেল ২৩ রান করে আউট হওয়ার পর ভারত পঞ্চম ধাক্কা খায়।

এরপর হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে দারুণ জুটি গড়েন, ১৯ বলে ৩৩ রান যোগ করেন। তবে, দুবে ১৮তম ওভারে ১১ রান করে আউট হন শিবম। হার্দিক পান্ডিয়া ২৫ বলে তাঁর পঞ্চাশকরেন। তাও আবার ছক্কা মেরে। ২৮ বলে অপরাজিত ৫৯ রান করেন, যার ফলে ভারত দক্ষিণ আফ্রিকার জন্য ১৭৬ রানের লক্ষ্য দেয়।


প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দলের প্লেয়িং একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং।


দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ১১: কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ট্রিস্তান স্টারস, ডিওয়াল্ড ব্রুইস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুখো সিপামলা, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে।

POST A COMMENT
Advertisement