Ind vs Sa 1st T20I: দলে নেই সঞ্জু, কুলদীপ, হর্ষিত; বিশ্বকাপের পরিকল্পনায় আদৌ আছেন ৩ তারকা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে জায়গা হল না সঞ্জু স্যামসনের। শুভমন গিল ফিরে আসায় দলে নেই উইকেট কিপার ব্যাটার। দলে নেই কুলদীপ যাদব ও হর্ষিত রানা। অনুষ্ঠিত হচ্ছে। দুই মাস পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টি-টোয়েন্টি সিরিজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
দলে নেই সঞ্জু, কুলদীপ, হর্ষিত; বিশ্বকাপের পরিকল্পনায় আদৌ আছেন ৩ তারকা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে জায়গা হল না সঞ্জু স্যামসনের। শুভমন গিল ফিরে আসায় দলে নেই উইকেট কিপার ব্যাটার। দলে নেই কুলদীপ যাদব ও হর্ষিত রানা। অনুষ্ঠিত হচ্ছে। দুই মাস পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টি-টোয়েন্টি সিরিজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

সঞ্জু, কুলদীপরা কি বাদ?
তবে কি সঞ্জুকে বিশ্বকাপের পরিকল্পনার থেকে বাদ দেওয়া হল? একই কথা প্রযোজ্য কুলদীপ, হর্ষিতের ক্ষেত্রেও। কারণ টসে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে প্লেয়িং ইলেভেন নির্বাচন করা সম্ভবত সবচেয়ে কঠিন কাজ।' ভারত তাদের প্লেয়িং ইলেভেনে সঞ্জু স্যামসনকে রাখা হয়নি। কুলদীপ যাদব এবং হর্ষিত রানাকেও বাদ দেওয়া হয়েছে। তবে পরের ম্যাচগুলিতে এদের সকলের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বোঝাই যাচ্ছে, টি২০ সিরিজে ভারতীয় দলের ক্রিকেটারদের ভাল পারফর্ম করতে হবে। তবেই খুলবে বিশ্বকাপের রাস্তা। 

প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দলের প্লেয়িং ১১: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং।

দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ১১: কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ট্রিস্তান স্টাবস, ডিওয়াল্ড ব্রুইস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুখো সিপামলা, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, হর্ষিত রানা, জাসপ্রিত বুমরা ও ওয়াশিংটন সুন্দর।

টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার পূর্ণাঙ্গ দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, করবিন বোশ, ডেও য়াল্ড ব্রুইস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডোনোভান ফেরেইরা, রিজা হেন্ড্রিক্স, মার্কো জ্যানসেন, জর্জ লিন্ডে,
কেশব মহারাজ, ডেলিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নর্টজে, ট্রিস্টান সস্টারস। 

Advertisement

POST A COMMENT
Advertisement