Ind vs Sa 2nd ODI: রায়পুরেও ব্যাটারদের দাপট? কেমন হতে পারে Ind vs Sa দ্বিতীয় ম্যাচের পিচ?

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতীয় দল ১৭ রানে জয় পেয়েছে। রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে সিরিজ ঘরে তোলাই লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার সামনে। তিন ম্যাচের এই সিরিজের বুধবারের ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে টস। কারণ শুরুতে ব্যাট করা দল কিছুটা হলেও বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
রায়পুরেও ব্যাটারদের দাপট? কেমন হতে পারে Ind vs Sa দ্বিতীয় ম্যাচের পিচ?রায়পুরের পিচ, ভারত ও দক্ষিণ আফ্রিকা

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতীয় দল ১৭ রানে জয় পেয়েছে। রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে সিরিজ ঘরে তোলাই লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার সামনে। তিন ম্যাচের এই সিরিজের বুধবারের ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে টস। কারণ শুরুতে ব্যাট করা দল কিছুটা হলেও বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

কেমন হতে পারে রায়পুরের পিচ?

রাঁচির মতো এখানেও খেলা যত গড়াবে ততই স্লো হতে শুরু করবে পিচ। এই পিচে রান খুব বেশি হয় না। শেষবার টি২০ ম্যাচে একবারই ২০০-র উপর রান উঠেছিল। শুরুতে রান আসবে, তবে পরের দিকে পিচ স্লো হবে। সেই সময় ব্যাট হাতে রান করা কিছুটা হলেও কঠিন হয়ে যাবে। ফলে সমস্যায় পড়তে হবে ব্যাটারদের। টসে জিতলে শুরুতে ব্যাট করে বড় রান তুলতে পারলেই চাপে পড়বে প্রতিপক্ষ দল। আর সেই কাজটাই করতে চাইবে ভারত। 

পরিসংখ্যান কেমন?
রায়পুরের এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটাই ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। ২০২৩ সালে এই ম্য়াচটি ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দল মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দল মাত্র ২০.১ ওভারে এই টার্গেট সহজেই হাসিল করে ফেলে। প্রথম ইনিংসের গড় স্কোর ১০৮ রান। আর দ্বিতীয় ইনিংসে ১১১ রান।

বদল হবে ভারতীয় দলে?
ভারতীয় দলে বদল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রথম ওয়ানডে ম্য়াচে রুতুরাজ গায়কোয়াড়কে চার নম্বরে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, ব্যাট হাতে তিনি একেবারে নজর কাড়তে পারেননি। ১৪ বল খেলে মাত্র ৮ রানই তিনি করতে পেরেছেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে টিম ম্য়ানেজমেন্ট তাঁর জায়গায় ঋষভ পন্তকে একটা সুযোগ দিতে পারে। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দর মাত্র ৩ ওভারই বল করার সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতেও তিনি মাত্র ১৩ রান করেন। এই পরিস্থিতিতে সুন্দরের জায়গায় টিম ম্য়ানেজমেন্ট নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দিতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement