IND vs SA 2nd T20: আজ দ্বিতীয় T20 ম্যাচে টস কতটা ফ্যাক্টর? রইল সম্ভাব্য একাদশও

কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের বিরাট জয় পেয়েছে ভারত। আর প্রথম টি২০-তে এত বড় জয় পেয়ে মেন ইন ব্লু-এর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর এমন পরিস্থিতিতে নতুন চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ খেলতে নামছে ভারত। খেলা সন্ধে ৭টায়। ম্যাচটি হবে মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

Advertisement
আজ দ্বিতীয় T20 ম্যাচে টস কতটা ফ্যাক্টর? রইল সম্ভাব্য একাদশওভারত ও দক্ষিণ আফ্রিকা টি ২০
হাইলাইটস
  • কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের বিরাট জয় পেয়েছে ভারত
  • প্রথম টি২০-তে এত বড় জয় পেয়ে মেন ইন ব্লু-এর আত্মবিশ্বাস এখন তুঙ্গে
  • এমন পরিস্থিতিতে নতুন চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ খেলতে নামছে ভারত

কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের বিরাট জয় পেয়েছে ভারত। আর প্রথম টি২০-তে এত বড় জয় পেয়ে মেন ইন ব্লু-এর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর এমন পরিস্থিতিতে নতুন চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ খেলতে নামছে ভারত। খেলা সন্ধে ৭টায়। ম্যাচটি হবে মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

মাথায় রাখতে হবে, এই স্টেডিয়ামে এখনও কোনও পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আইপিএল-এর ম্যাচই সাধারণত এখানে হয়। তাই মাঠ নিয়ে কিছুটা কৌতুহল অবশ্যই রয়েছে।

পিচ কেমন হতে পারে?

ভারতে এখন ডিসেম্বর। তাই শিশিরের একটা ফ্যাক্টর সব ম্যাচেই থাকছে। যদিও বিশেষজ্ঞের মনে করছেন, এই মাঠে ডিউ তেমন একটা ফ্যাক্টর হবে না। আর সেটার প্রমাণ রয়েছে আইপিএল-এর রেকর্ডে। এখানে মোট ১১টি আইপিএল ম্যাচ হয়েছে। সেখানে প্রথমে যেই দল ব্যাট করেছে, তারা এখানে ৬টি ম্যাচ জিতেছে। আর পরে ব্যাট করা দল জিতেছে ৫টি ম্যাচ। অর্থাৎ লড়াই তুল্যমূল্য।

শুধু তাই নয়, এখানে ২০০ রান করলে খুব সহজেই তা রক্ষা করা সম্ভব হয়েছে। এমনকী অনেক ক্ষেত্রে মাত্র ১১১ রান করার পরও তা ডিফেন্ড করা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, এই পিচ হল ফাস্ট বোলারদের স্বর্গ। এখানে তারা সবসময় দারুণ পারফর্ম্যান্স দিয়ে এসেছে। তাই আজকের ম্যাচে জোরে বোলারদের দিকে অবশ্যই থাকবে নজর।

ভারতীয় দলে কি বদল হতে পারে?

মনে করা হচ্ছে, এই ম্যাচে কিছু বদল হতেই পারে দলে। সেক্ষেত্রে পিচ শুষ্ক থাকলে অর্শদীপের জায়গায় আসতে পারেন কুলদীপ যাদব। অবশ্য যদি ভরতীয় দল নিজেদের ব্যাটিং শক্তি বৃদ্ধি করতে চায়, তাহলে এই ম্যাচে খেলতে পারে হর্ষিত রানা। তবে দলে আর কোনও বদলের প্রয়োজন নেই বলেই মনে করছেন অনেকে।

কী হতে পারে ভারতীয় দল?

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্য, শিভম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা।

Advertisement

ও দিকে হেরে গেলেও দ্বিতীয় টি২০-তে তেমন কোনও বদলের ইঙ্গিত নেই দক্ষিণ আফ্রিকার টিমে। বড় জোর দলে জায়গা করে নিতে পারেন অল রাউন্ডার লাউথো সিপামলা।

কী হতে পারে তাদের একাদশ?

কুইন্টন ডি কক (উইকেট কিপার), ট্রিস্টন স্টাবস, ডিওয়াল্ড ব্রিউইস, ডেভিড মিলার, দোনোভান ফেরিরা, মার্কো জেনসেন, লুথো সিপামলা/করবিন বশ/জর্জ লেন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এনরিচ নোর্তজে।

 

POST A COMMENT
Advertisement