Ind vs Sa 2nd T20I: ১ ওভারে ৩ উইকেট বার্টম্যানের, ৫১ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত

চণ্ডীগড়ে টি২০ সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। টসে হেরে ব্যাট করতে নেমে বড় রান করে প্রোটিয়ারা। রান তাড়া করতে নেমে তিলক ভর্মা ছাড়া কেউই রান পাননি। ভাইস ক্যাপ্টেন শুভমন গিল ০ রানেই আউট হন। ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। ফলে  রানে হারতে হয় ভারতীয় দলকে।

Advertisement
১ ওভারে ৩ উইকেট বার্টম্যানের, ৫১ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারতডি কক ও ডোনোভান ফেরেইরা

চণ্ডীগড়ে টি২০ সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। টসে হেরে ব্যাট করতে নেমে বড় রান করে প্রোটিয়ারা। রান তাড়া করতে নেমে তিলক ভর্মা ছাড়া কেউই রান পাননি। ভাইস ক্যাপ্টেন শুভমন গিল ০ রানেই আউট হন। ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। ফলে  রানে হারতে হয় ভারতীয় দলকে। 

ভাল শুরু করতে পারেনি ভারতীয় দল
তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা খারাপ ছিল। শুভমান গিল তার খাতা খুলতে ব্যর্থ হন এবং লুঙ্গি এনগিডির বলে আউট হন। মার্কো জ্যানসেন তার সহকর্মী ওপেনার অভিষেক শর্মাকে (১৭ রান) আউট করেন। এরপর জ্যানসেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে (৫ রান) আউট করেন। সূর্যের আউটের সময় ভারতের সংগ্রহ ৩২/৩। সেখান থেকে, অক্ষর প্যাটেল এবং তিলক ভার্মা চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন। অক্ষর ১০০ স্ট্রাইক রেটে ২১ রান করেন এবং অটনিয়েল বার্টম্যান তাকে আউট করেন।

তিলক ভার্মা ক্রিজেই থেকে যান এবং ২৭ বলে তার পঞ্চাশ রান করেন। অপর প্রান্ত থেকে তিলকের তেমন কোন সমর্থন পাননি। হার্দিক পান্ডিয়া ভালো ব্যাট করবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু তিনি ২৩ বলে মাত্র ২০ রান করতে পেরেছিলেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংস
দুরন্ত ব্যাটিং কুইন্টন ডি কক, ৪৬ বলে ৯০ রান করে আউট হন বাঁ হাতি ওপেনার। ৫টা চার, ৭টা ছক্কায় সাজানো তাঁর ইনিংস।  ডি কক মাত্র ২৬ বলে তার পঞ্চাশ রান করেন। ভারতীয় উইকেটরক্ষক জিতেশ শর্মার দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট হন। 

রেজা হেনরিখস রান না পেলেও, ক্যাপ্টেন এইডেন মার্করামের সঙ্গে দারুণ জুটি গড়েন ডি কক। ২৬ বলে ২৯ রান করে ফেরেন দক্ষিণ আফ্রিকা ক্যাপ্টেন। ভাল খেলতে পারেননি ডেওয়াল্ড ব্রেভিস। ১০ বলে ১৪ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন। শেষদিকে ডেভিড মিলারের ব্যাটে ২০০ পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।   

Advertisement

POST A COMMENT
Advertisement