Ind vs Sa 2nd Test: প্রথম সেশনে পড়ল ১ উইকেট, রাহুলের ক্যাচ মিস, দঃ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত

প্রথম সেশনেই ক্যাচ মিস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ মিস করলেন কেএল রাহুল। প্রায় হাতের মধ্যে থাকা ক্যাচ ফেলে দেওয়ায় ভারত চাপে পড়ে গেল। ইডেনের মতো গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামেও স্পিনাররাই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisement
প্রথম সেশনে পড়ল ১ উইকেট, রাহুলের ক্যাচ মিস, দঃ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত

প্রথম সেশনেই ক্যাচ মিস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ মিস করলেন কেএল রাহুল। প্রায় হাতের মধ্যে থাকা ক্যাচ ফেলে দেওয়ায় ভারত চাপে পড়ে গেল। ইডেনের মতো গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামেও স্পিনাররাই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা
সে কারণেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। যাতে চতুর্থ ইনিংসে ভারতকে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এর মধ্যেই রাহুলের এই ক্যাচ মিস খুব সমস্যায় ফেলতে পারে ভারতীয় দলকে। ইডেন টেস্ট হারের পর ক্যাপ্টেন শুভমন গিলের না থাকা সমস্যা এমনিতেই বাড়িয়ে দিয়েছে ভারতীয় দলের। এর মধ্যে ফিল্ডিং-এ এমন ঘটনা ঘটতে থাকলে সেই চাপ আরও বাড়বে। তা বোলার অপেক্ষা রাখে না। 

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে মাত্র একটা উইকেট নিতে পেরেছে ভারতীয় দল। ফলে আরও বেশি করে চর্চায় রাহুলের ক্যাচ মিস। এখন দেখার এই জায়গা থেকে টিম ইন্ডিয়া ফেরত আসতে পারে কিনা। শুভমানের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে ডাকা হয়েছে। স্পিন-বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলও এই ম্যাচে খেলছেন না। অক্ষরের জায়গায় সাই সুদর্শনকে একাদশে রাখা হয়েছে।

ভারতীয় দল গুয়াহাটি টেস্টে চারজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, একজন উইকেটরক্ষক, দুজন স্পিন-বোলিং অলরাউন্ডার, একজন ব্যাটিং অলরাউন্ডার, একজন বিশেষজ্ঞ স্পিনার এবং দুজন ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছিল।

ভারতীয় দলের একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্ত (অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জোরজি, ট্রিস্টন স্টাবস, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), সেনুরান মুথুসামি, সাইমন হার্মার, মার্কো জানসেন এবং কেশব মহারাজ।  

Advertisement

POST A COMMENT
Advertisement